বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য খামারীদের সহজ শর্তে ঋণ দিচ্ছে সরকার: শ ম রেজাউল করিম
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বঙ্গবন্ধুর খুনিদের বিচার হলেও যারা নেপথ্যে ছিল আমরা তাদের বিচার করতে পারিনি। ইতোমধ্যে বঙ্গবন্ধুর কয়েকজন খুনিকে দেশের বাইরে থেকেও নিয়ে আসা হয়েছে। কিছুদিন আগে ক্যাপ্টেন আব্দুল মাজেদ বাংলাদেশের অভ্যন্তরে ধরা পড়েছে এবং তার ফাঁসির রায় কার্যকর হয়েছে। সরকার এ বিষয়ে তৎপর রয়েছে। বঙ্গবন্ধুর সব খুনিকে বিশ্বের যেখানেই থাকুক ধরে এনে ফাঁসির রায় কার্যকর করা হবে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
শ ম রেজাউল করিম বলেন, সারা দেশে বন্যায় যেসব মৎস্য খামার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সহজ শর্তে ঋণ দিচ্ছে সরকার। প্রান্তিক পর্যায়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরও সহায়তা করা হবে। মৎস্য অধিদফতরের কিছু অনিয়মের একটি খবর পত্রিকায় প্রকাশিত হয়েছে। সেই খবরটি ছিল ভিত্তিহিন, যার প্রতিবাদ দেয়া হয়েছে। তারপরও যদি কোথাও অনিয়ম থাকে আমরা খতিয়ে দেখব। নিশ্চয় অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেন, এবারের সর্বমোট ৪০ জেলা বন্যায় প্লাবিত হয়েছিল। বর্তমানে সব জায়গার পানি নেমে গেছে। নদীর পানিও বিপৎসীমার নিচে রয়েছে। ইতোমধ্যে ক্ষয়ক্ষতির তালিকাও আমরা হাতে পেয়েছি। সেই তালিকা নিয়ে আন্তঃমন্ত্রণালয় ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বৈঠক হয়েছে। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় তাদের ক্ষয়ক্ষতির ভিত্তিতে কে কিভাবে কাজ করবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া আগামী ৩১ আগস্ট পর্যন্ত প্রধানমন্ত্রীর নির্দেশে আগের মতো খাদ্য সহযোগিতা অব্যাহত থাকবে।
এর আগে শোক দিবসের আলোচনা সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, করোনা শুরু হওয়ার পর আমরা এক হাজার ক্রীড়াবিদকে ১০ হাজার টাকা করে অনুদান দিয়েছি। পরবর্তীতে প্রায় সোয়া চার হাজার ক্রীড়াবিদকে সাত হাজার টাকা করে চার কোটি টাকা দেয়া হয়েছে। এরপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। সেখান থেকেও ক্রীড়াবিদদের অনুদান দেয়ার প্রক্রিয়া চলছে।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন ও যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক আখতারুজ্জামান খান কবির প্রমুখ। সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।