জনগণের অর্থ ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী
জনগণের অর্থ ব্যবহারে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
সকালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অডিটরিয়ামে জাতীয় শোক দিবসের আলোচনায় এ আহ্বান জানান তিনি। বলেন, যেকোনো প্রকল্পে অর্থ খরচের আগে যত্নবান হতে হবে। কোনোভাবেই যেন অতিরিক্ত একটি টাকাও খরচ না হয়। এ সময় রাষ্ট্র পরিচালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি ও আদর্শ তুলে ধরে সেটি মেনে চলার পরামর্শ দেন পরিকল্পনা মন্ত্রী।
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব, পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ আলোচনায় অংশ নেন। পরে দোয়া মাহফিলে ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।