কালাইয়ে পূর্ণাঙ্গ হাইটেক পার্ক করা হবে: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
কালাইয়ের মাটিতে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করা হলো, যা আগামীতে একটি পূর্ণাঙ্গ হাইটেক পার্ক করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এভাবে দেশ যখন উন্নতির দিকে এগোতে থাকে ঠিক তখনই বিরোধীরা ষড়যন্ত্রে লিপ্ত।
গতকাল দুপুরে কালাই সরকারি মহিলা কলেজ মাঠে আয়োজিত প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওয়তায় ৪২ জন ফ্রিল্যান্সারকে বিশ্বজয়ের হাতিয়ার হিসেবে শেখ হাসিনার দেওয়া ল্যাপটপগুলো জয়পুরহাটের কৃতী সন্তানদের প্রদান করা হলো।
আগামীতে জয়পুরহাটের মাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য আমি এবং এই এলাকার সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন মিলে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাব।