মুকসুদপুর সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গোপালগঞ্জ প্রতিনিধি:
মুকসুদপুর থেকে নিয়মিত ভাবে প্রকাশিত স্থানীয় সংবাদপত্র পাক্ষিক মুকসুদপুর সংবাদ এর ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ১ নভেম্বর সকালে এলাকার সুধীজন উপস্থিত হয়ে কেক কাটেন এবং সম্পাদক হায়দার হোসেন এবং মুকসুদপুর সংবাদের কলাকুশলীকে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে এলাকার গুনী শিল্পীরা সংগীতও পরিবেশন করেন।
সকাল থেকে মুকসুদপুর সংবাদ কার্যালয়ে যারা শুভেচ্ছা ও ফুলেল শুভেচ্ছা জানাতে আসেন তারা হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, প্রবীন রাজনীতিবিদ এবং প্রেসক্লাব সভাপতি এ্্যাড আতিকুর রহমান মিয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল, উপজেলা নির্বাহী অফিসার আবু নইম মুহাম্মদ মারুফ খান, মুকসুদপুর থানার ওসি আজিজুর রহমান, অধ্যক্ষ নজরুল ইসলাম, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান তাপসী রানী দুর্গা, বিএনপি সাধারণ সম্পাদক আহজ্জাদ মহসিন খিপু, আওয়ামীলীগ নেতা বীরমুক্তিযোদ্ধা গোলজার হোসেন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান লেবু, যুবলীগ নেতা আমিনুর রহমান পল্টু, যুবলীগ নেতা হাসান মুন্সী, উপজেলা সমবায় কর্মকর্তা জাকারিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তরুন মন্ডল, মেডিকেয়ার ক্লিনিকের পরিচালক ডা: বলরাম অধিকারি, আবাসিক মেড়িকেল অফিসার ডা. কে এম মনিমউল হাবিব, মেডিকেল অফিসার রায়হান ইসলাম শোভন, গোপালগঞ্জ পল্লী বিদুৎ সমিতির ডিজিএম রেজায়েত আলী, জনতা ব্যাংক ম্যানেজার তৌহিদুল ইসলাম, ব্যাংক এশিয়ার এইচওবি মনিরুল ইসলাম, কলামিষ্ট আমিরুল ইসলাম খান পান্নু, প্রাণিসম্পদ অফিসার ডা: সচিন্দ্র নাথ বিশ্বাস, প্রেসক্লাব সহসভাপতি ছিরু মিয়া, প্রেসক্লাব যগ্ম সম্পাদক হাদিউজ্জামান হাদি প্রমুখ। কেক কাটা, মিস্টি খাওয়ার সাথে চলে স্থানীয় কৃতি শিল্পীদের সংগীত পরিবেশনা। সংগীত পরিবেশন করেন সনোজ কুন্ডু লিটু, কামরুজ্জামান মুক্তা, ওস্তাদ জিল্লুর রহমান দুলাল।