South east bank ad

হাটহাজারীতে কাজী ফার্মস কিচেনের ২৬তম আউটলেট উদ্বোধন

 প্রকাশ: ২৭ জানুয়ারী ২০১৬, ১২:০০ পূর্বাহ্ন   |   সাহিত্য

হাটহাজারীতে কাজী ফার্মস কিচেনের ২৬তম আউটলেট উদ্বোধন
চট্টগ্রামের হাটহাজারীর নজুমিয়া হাটে সম্প্রতি কাজী ফার্মস কিচেনের ২৬তম আউটলেটের উদ্বোধন করা হয়েছে। কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর হায়দার চৌধুরী আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ আউটলেটে সব গ্রাহক পাচ্ছেন প্রস্তুতকৃত খাদ্যসামগ্রী, ফোজেন প্যাক এবং কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দুটি আইসক্রিম ব্র্যান্ড বেলিসিমো এবং জা এন্ জি-এর পণ্যগুলো।
BBS cable ad

সাহিত্য এর আরও খবর: