শিরোনাম

South east bank ad

শামীম আহমেদ এর কবিতা “তাহার অপেক্ষায়“

 প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   সাহিত্য

“তাহার অপেক্ষায়“

শামীম আহমেদ

নামটা কিন্তু ভালোই ছিল দেখতে একটু কালো,
কালো বলাটাও ঠি ক হবে না শ্যামলা বলা ভালো ।
চোখের দিকে তাকালে শুধু দেখতে ইচ্ছে করে,
ডাগর ডাগর চোখের মায়ায় মনটা প্রেমে পরে ।
সিথি করা চুলগুলো তার হাটু ছাড়িয়ে যায়,
আস্তে আস্তে হাটাচলা চলন মৃদু পায় ।
লম্বাটা মনে হয় সাড়ে পাঁচ ফিট পাতলা হলো গড়ন,
হেঁটে গেলে রিনিঝিনি আওয়াজ নুপুর বাঁধা চরন ।
শুনেছি মাধ্যমিকে এ প্লাস তার, কলেজেতে সেরা,
পাড়ার সবাই উকিঝুকি দেয় কঠিন প্রেমে পরা ।
লাজুকভাবে যেদিন কবির বললো ভালোবাসি,
কি যে তাহার হরিনী চাহনি মিস্টি সুন্দর হাসি ।

বনলতাদের বাড়ীতে হঠাৎ মানুষের আনাগোনা,
কানে ভেসে এলো বাজনার আওয়াজ হচ্ছে স্বপ্ন বুনা।
পাশে দাঁড়ানো কবিরের চোখ জলে ছল ছল,
মনটা খারাব দেখতে চাইনি তাও বললাম চল ।
উঠানে দাড়িয়ে বনলতাকে খুঁজি দাড়িয়ে সে একা,
কালো বলে ভেংগে গেছে বিয়ে কেউ বলে না কথা ।
বর পক্ষ রাজি হয়েছে নিতে ছোট বোন,
হাসি খুশী বনলতার মুখটা কালো কষ্টে ভরা মন ।
কবিরকে দেখে কিযে খুশী সে হাসিতে ভরা মুখ,
চোখের চাহনি দেখেই মনে হয় এসেছে অনেক সুখ ।
বনলতার মন এলোমেলো ইচ্ছে কাছে যাই,
বাড়ী ভর্তি অচেনা মানুষ যাওয়ার উপায় নাই ।

কবির কিন্তু হাসি খুশী শান্তি নিয়ে মনে,
বন্ধু বান্ধব খুশী, ফিরলাম আনন্দ নিয়ে ।
দিনগুলো বেশ চলতে ছিল অনেক খুশী মনে,
কবিরের অসুখ ক্যান্সার ছিল শুধু তার বাবা জানে ।
কবির নাকি হাসপাতালে হঠাৎ খবর এলো,
দশ দিন বাদে সকল মায়া ফেলে কবির চলে গেলো ।
কবিরের আশায় বনলতা এখনো চেয়ে থাকে,
এভাবেই কেটে গেছে দিন……..,
চল্লিশ বছর অপেক্ষা তাহার, চেয়ে ছিল সে যাকে ।

(শামীম আহমেদ, ব্যাংকার)

BBS cable ad

সাহিত্য এর আরও খবর: