শিরোনাম

South east bank ad

শামীম আহমেদ এর কবিতা “হে নারী তুমি পরাধীন”

 প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   সাহিত্য

“হে নারী তুমি পরাধীন”

শামীম আহমেদ

সবাই বলে দিন আসবে, আমিও জানি আসবে,
সেই দিন সত্যি আসবে, বলো কবে ,
যেই দিনটাই মেয়েরা ঘুরবে স্বাধীন ভাবে ।
চোখ গুলো আর আটকাবে না নির্দিষ্ট কিছু অংগে,
মেয়ে গুলো চলবে ফিরবে নিজ আপন ডংগে ।
হয়তো আমরা যুদ্ধ করেছি স্বাধীনভাবে থাকতে,
নিজের বৌকে অত্যাচার করে নিজের কাছে রাখতে ।
হানাদার বাহিনী করেছে অত্যাচার নয়,দশ জন মিলে,
সাবাস বাবা ! তুমি একাই পুরোটাই ফেলছো গিলে ।
স্বাধীন চাওয়া, স্বাধীনতা পাওয়া একা তোমার নয়,
আমি নারীও চেয়েছি স্বাধীনতা, চেয়েছি সবার জয় ।
পুরুষ তুমি সত্যি স্বাধীন, রাতেও তোমার দিন,
আমি নারী দিন রাত্রি পুরোটাই পরাধীন ।
৫২ তে আমিও বলেছি “বাংলা ভাষা চাই”
২৬ শে মার্চ আমার জন্যেও কস্টের ছিল ভাই ।
নয় মাসে একটা গুলিই তোমার মৃত্যুর কারণ,
আমার উপর অনেক অত্যাচার, শেষে গিয়ে মরন ।
স্বাধীন যদি একটাই অর্থ, আমার কেন নাই ।
পুরুষ তুমি, বীর তুমি, শক্তি বেশী তাই ?

(শামীম আহমেদ, ব্যাংকার)

BBS cable ad

সাহিত্য এর আরও খবর: