শামীম আহমেদ এর কবিতা “আদর্শ নেতৃত্বের নেতা”
“আদর্শ নেতৃত্বের নেতা”
শামীম আহমেদ
আমিও নাকি গুরুত্বপূর্ণ বলেছে পরিবার,
আমার কথা নাকি সবাই মানে আজব কারবার ।
“সখিনার বাপ আজকে ঘড়ে রান্না হবে কি?”
পোটল তরকারী, আলু ভর্তায় একটু দিও ঘি ।
“দাদা, আমি কলেজে যাই কাজ কি কোনো বাকি।”
নারে রতন,লেখা পড়া করিস দিসনা কোনো ফাঁকি।
“দাদা, তুমি অনুমতি দিলে শশুড়বাড়ী যাবো,
আগামী সপ্তাহে আসলে বাড়ী,তোমার দেখা পাবো?”
নারে বইন ঘন ঘন বাপের বাড়ী আহন ঠিক না
সামনের শীতে দাওয়াত দিমু এই বারে তে যা ।
রিক্সা চালায় রহীম মিয়া সকাল দুপুর রাত
ছয় জনের সংসার তাহার জোগায় কাপড় ভাত ।
অনেক বড় সংসার টেনেও ঘুরে বৌকে নিয়ে,
মনে পরে বিশ বছর আগে করেছিল বিয়ে ।
আজকে তাহার ম্যারিজ ডে, বৌয়ের মাথায় টি প,
একেই বলে গুড ম্যানেজমেন্ট, গুড লিডারশিপ ।
(শামীম আহমেদ, ব্যাংকার)