শামীম আহমেদ এর কবিতা “আমার আমিত্ব”
“আমার আমিত্ব”
শামীম আহমেদ
আমি আমি আমিই সব করেছিরে ভাই,
আমি ছাড়া ভালো কাজের ক্ষমতা কারো নাই ।
আমার বংশ বিরাট বংশ পীর আউলিয়াই ভরা,
আমার উপর নির্ভর ছিল তোদের বাঁচা মরা ।
আমি কিন্তু সব করেছি এলাকার সবাই জানে
শ্রদ্ধা আমায় কেউ করেনা ভয় পেয়ে তো মানে !
আমি কিন্তু অনেক মানবিক, অত্যাচারী নয়,
আমায় দেখলে শ্রদ্ধা করবি পেতে হবে ভয় ।
তোদের শিক্ষা দীক্ষার জন্যেই বিদ্যালয়টা করা,
খেয়াল রাখবি আমিই সব, করবি লেখা পড়া ।
লেখা পড়া করবি তোরা গড়বি সোনার দেশ,
আমার ছেলে অনেক মেধাবী থাকে বিদেশ ।
আমি কিন্তু সব করেছি দেখছো চারিদিক,
এই খারাপ এলাকাটা আমিই কিন্তু রেখেছি ঠিক ।
আমি আমি আমিই সব করেছিরে ভাই,
এই এলাকায় সবচেয়ে কিন্তু আমিই ভালো খাই ।
আমি কিন্তু বাপ চাচাদের রেখেছি সম্মান,
আমিই কিন্তু সংগ্রামেতে দিতে চেয়েছি জান,
আমিই কিন্তু বুদ্ধি করে পরিবারের বাড়িয়েছি মান ।
সাইকোলজিস্ট আমার কিছু বন্ধু বান্ধব মিলে
পারলে তারা খেয়ে ফেলে এক্কেবারে গিলে,
নার্সিসিস্ট বলে তারা সবাই একজোট হলে ।
আমিই কিন্তু দেশের তরে দিতে পারি প্রান,
আমিই কিন্তু ভালো বংশের, আছে সম্মান ।
(শামীম আহমেদ, ব্যাংকার)