শিরোনাম

South east bank ad

শামীম শিল্পী আহমেদ এর কবিতা “টুম্পার পুতুল”

 প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   সাহিত্য

টুম্পার পুতুল

শামীম শিল্পী আহমেদ

আড়ং থেকে টুম্পা মনি পুতুল কিনেছে বড়
বাবার হাতে দিয়ে বলছে, ওজন বেশী ধরো ।
এমনিতেই মুসলমানের আড়ং যাওয়া মানা,
শখ হয়েছে, তাই কিনেছে বড় পুতুল খানা ।
ছোট্র টুম্পার বায়নার কাছে হার মেনেছে বাবা,
পুতুল কিনেই সমাজপতির খেতে হলো থাবা ।
পাড়ার ইমাম হাদিস বলেছে নিষেধ পুতুল গড়া,
এলাকা ছাড়া করবো বেটা শাসন মোদের কড়া ।

পাড়ার ভাংগা রাস্তা ঘাট, ময়লা ভরা খেলার মাঠ,
কচুরীপানায় পুকুর ভরা, ময়লা গোসল ঘাট ।
ইয়াবা চালান নিত্য আসে বসে মাদকের হাট ।
নানান অন্যায়ে এলাকা ভরা,
শাসন কিন্তু অনেক কড়া,
আলোচনায় নাই, মনে মনে ভয় পাই ।

ন্যায় অন্যায় সবই করে সকল সমাজপতি
ভালো মন্দ সবাই বুঝে, বুঝেনা মতিগতি ।
প্রানহীন এক পুতুল নিয়ে নানান আলোচনা,
কেউ বলছে ভালোই হয়েছে, কেউ করছে মানা ।

(শামীম আহমেদ, ব্যাংকার)

BBS cable ad

সাহিত্য এর আরও খবর: