শামীম শিল্পী আহমেদ এর কবিতা ” “পরিত্যক্ত ইচ্ছা””
পরিত্যক্ত ইচ্ছা
শামীম শিল্পী আহমেদ
ছোট্র একটা রুম ১২ ফিট বাই ১২ ফিট
উপরে টিনের চাল চারিদিক ইট ।
শুয়ে শুয়ে কল্পনায় বিরাট একটা কিছু
অফিসে গেলেও কল্পনাগুলো ছাড়েনি পিছু ।
নিজের, সত্যিই নিজের একটা বাড়ী
সুন্দরী বৌ থাকবে পাশে, চালাবো গাড়ী ।
ডাইনিং টেবিল থাকবে, পাশে ফলের ঝুড়ি,
কোরমা পোলাও আরো অনেক খাবার সারি সারি ।
টাটা বাই বাই বৌয়ের হাত নাড়া,
দাড়োয়ান, ড্রাইভার সবাই দিশেহারা ।
স্বপ্ন, কল্পনা, শেষে বাস্তবের দেখা,
অনেক ঝড়, ঝাপটা, অনেক কিছুই শেখা ।
১০ তলা বিশাল বাড়ী, নতুন মডেলের প্রাডো গাড়ী ,
দারোয়ান, বাবরচি, বুয়া সারি সারি ।
একজন সালাম দেয়, একজন স্যালুট,
দারোয়ান, বুয়া, বাবুরচি ২০ জন মোট ।
বিশাল বড় বাড়ী, ৫টা গাড়ী
দারোয়ান, বুয়া আছে সারি সারি ।
আমার বরাদ্দে নেয়া সেই একই সাইজের রুম,
চারিদিকে সবই আছে নেই শুধু ঘুম ।
মাঝে মাঝে ভাবি আকাশটা কি মুক্ত আছে,
নদীর কলতান, যেতে পারবো সমুদ্রের কাছে ?
বিশাল গর্জন, ভোর বেলাতে সূর্য উঠা দেখা,
ভাবছি বসে রংধনুটা সোজা নাকি বাঁকা ?
হারিয়ে ফেলেছি আকাশ, সমুদ্র, নদী,
মনটা কাঁদে, দুখ: লাগে, ফিরে পেতাম যদি ।
(শামীম আহমেদ, ব্যাংকার)