শামীম শিল্পী আহমেদ এর কবিতা “আধুনিক ছ্যাকা”
“আধুনিক ছ্যাকা”
শামীম আহমেদ
এক সময়ে রিংটা বাজলেই, মনটা ভরে যেতো,
একটা সময় ফেইসবুক জুড়ে ছবি রাখতাম কতো ।
সিংগেলটা মুঝে ছিলাম ইন এ্যফায়ারস লিখে,
সারাদিন কাটতো আমার, কভার ছবি দেখে ।
রাত্রি বেলা নোটিফিকেশন আসতো যখন তখন
কান দুটো সজাগ রাখতাম শব্দ হবে কখন ।
প্রতিরাতেই তন্দ্রাচ্ছন্ন থাকতে লাগতো ভালো,
ম্যাসেজ ছাড়া সকালটাতে মুখটা হতো কালো ।
খুব সকালে ইচ্ছে হতো কল করবো নাকি ?
মোবাইল হাতে আনমনে মিসড কল খুঁজতে থাকি ।
দিন গুলো চলেই গেলো, জীবনটাই এলোমেলো ।
অফিসের চাকুরীটাই আছে,
স্মৃতিময় জীবনটা রয়েই গেলো, তুমিই নেই কাছে ।
এখন আর ফোন খুঁজি না, ধরি না কল,
বন্ধুরাও ফোন দিলে বলি, তারাতারি বল ।
মনে পড়ে রাত্রি বেলা পুর্নিমা হলে,
ছাদে উঠে যেতে তুমি, আমায় যেতে বলে ।
মিনিট গুলো ঘন্টা হতো, ঘন্টা গুলো ভোর,
ভোর গুলো সকাল হতেই কাটলো তোমার ঘোর ।
(শামীম আহমেদ, ব্যাংকার)