শামীম শিল্পী আহমেদ এর কবিতা " রেড জোন চক্কর"
করোনার : রেড জোন চক্কর
শামীম শিল্পী আহমেদ
লাল হলুদের চক্করে, মাথা ঘুরছে এক্কেরে ।
যামু কি যামু না, কাউরে কিছু কমুনা ।
কইয়া কি লাভ, যখন ধরছে সবাই ভাব ।
জ্ঞানী গুনীর অভাব নাই, সিদ্ধান্ত পাইনা তাই ।
চাকুরী করি ব্যাংকে ছোট হইলাম Rank এ,
কই না কথা তাই, চাকুরির ভয় পাই ।
চাকুরি গেলে যাইবো, ভয় পাই, পোলাপাইন কি খাইবো ।
শনি থেকে সোম ধরে, আসছে খবর ইমেইল ভরে ।
কোনটা ধরি, কোনটা পড়ি, নাকি মিডিয়ার খবর পড়ি !
মিডিয়ারও একই কাজ, সিদ্ধান্তহীনতায় ভূগছি আজ ।
পল্টন জোন হইলো ভাগ, সেইখানেও বিশাল ফাঁক ।
পল্টনটা নয়া না পুরানা, এইটাওতো কেউ কয়না ।
ভাবছি বসে ঘড়ে, কি হবে কয়দিন পরে ।
লেজে গোবরে মাখা জোন, দয়া করে লেজটা পরিস্কার করে ধোন।
(শামীম শিল্পী আহমেদ, ব্যাংকার)