করোনা নিয়ে এই দুর্বিষহ যন্ত্রণার অবসান কামনা করে সুদীপ চক্রবর্ত্তী এর কবিতা "মৃত জীবন পেরিয়ে "
মৃত জীবন পেরিয়ে
সুদীপ চক্রবর্ত্তী
আবার যদি লক্ষ কোটি যুগ পেরিয়ে যাবার পর
পূর্ণ হয়ে উঠি আমরা দু'জন
জ্বলন্ত ভিসুভিয়াসের ভেতর থেকে বেরিয়ে আসা
উত্তপ্ত লাভা পথ দেখাবে আমাদের
আকাশ নীরবে দখল করে থাকা
অসাংখ্যিক কালো মেঘেরা
জানাবে অভিনন্দন
বৃক্ষশূন্য জীর্ণ পৃথিবী প্রান্তরে
বাস করবে যে দারুণ নি:সঙ্গতা
একান্ত আপন সঙ্গী হবে
আর আত্মকলহের সর্বগ্রাসী খেলায় লিপ্ত
পৃথিবীর শ্রেষ্ঠ জাতির সাজিয়ে রাখা ধ্বংসস্তূপ
ফিরিয়ে নিয়ে যাবে স্বপনে
সুন্দর অতীতের পানে।
সভ্যতার ফাঁসিতে শেষ হয়েছে যে সবুজ
যে প্রান্তর হারিয়ে গেছে অতল জলধিতে
যে নদী বালি জমে তৃষ্ণায় প্রাণ হারিয়েছে
যে কলি ফোঁটার জন্য ধুকে ধুকে ঝরে গিয়েছে
যে প্রজাপতির ডানা ভেঙে গেছে
যে জ্যোৎস্না এখন মুখ লুকায় নিকষ অন্ধকারে
যে হৃদয়ে নীরব হয়ে গেছে -
ভালোবাসা-স্বপ্ন-অভিমান-প্রেরণা-আনন্দ
যে রঙতুলি এখন লাল ছোপছোপ রক্তে ছবি আঁকে
সুরসাধা যেসব পাখিদের শিরচ্ছেদ হয়েছে
রেনেসাঁযুগের সেই গিলোটিনে
তারা সবাই প্রতীক্ষা করে আছে আমাদের জন্য
ভোরের শিশির নিয়ে যাব
তাদের ঘুম ভাঙানোর জন্য
একই সুরে গাইব সবাই
'প্রকাশ হোক তোমার হে অনন্ত জীবন'।
(সুদীপ চক্রবর্ত্তী, ডিসি, গুলশান জোন, ডিএমপি)