শিরোনাম

South east bank ad

"মুজিব শত কোটি বর্ষ" -আনোয়ারা খানম এর কবিতা

 প্রকাশ: ১৭ মার্চ ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   সাহিত্য

"মুজিব শত কোটি বর্ষ আনোয়ারা খানম মুজিব তুমি কোথায় হারাবে কোন সে চন্দ্রলোকে? তুমিতো রবে, প্রিয় মাতৃভূমির আবাল বৃদ্ধ বনিতার অশ্রু সিক্ত শোকে।। তুমি তো রবে শক্তিতে তুমি তো রবে ভক্তিতে তুমি তো রবে মুক্তিতে তুমি তো রবে প্রার্থনাতে।। তোমায় পাবো আকাশে বাতাসে সমতট--পাহাড় - সাগরে তোমার চির অবস্থান রইবে সবার অন্তরে অন্তরে।। তোমায় পাবো প্রতিবাদ মিছিলে তোমায় পাবো অধিকার প্রতিষ্ঠিতে তোমায় পাবো মূল্যবোধ প্রতিষ্ঠায় তোমায় পাবো উন্নয়ন অগ্রযাত্রায়।। তুমি তো সুজন, আনন্দ ভু্বন তোমরা সুগন্ধি তোমার সুঘ্রান তোমার ত্যাগ - তিতীক্ষা, অবদান অনন্তকাল রবে ঘিরে প্রতিটি দেশ প্রেমিকের হৃদয় - মন।। আনোয়ারা খানম, ১৬মার্চ ২০২০, ঢাকা
BBS cable ad

সাহিত্য এর আরও খবর: