শাহ মোহাম্মাদ সানাউল হক এর কবিতা "পাখি ও পায়ের শব্দ"

পাখি ও পায়ের শব্দ
শাহ মোহাম্মাদ সানাউল হক
আমার প্রার্থনাগুলো ফেরৎ এসেছে
আর সহস্র সূতোয় চেষ্টার চাদরে
বারবার ব্যর্থ ওরা, ওদের শরীরে
কষ্ট আর অপমান মুখ গুজে আছে;
অথচ দুচোখ হতবাক হয়ে দেখে
প্রত্যাশারা প্রাপ্তিদের হত্যা করে গেছে
হেলায় থেকেছে কতো শিশির-সুন্দর
আর চিলতে রোদের এলানো গতর।
প্রত্যাশার ঘেরটোপে আটকে না থেকে
প্রচেষ্টার অপচয় অযথা না যেচে
হেঁটে আসি পথে, কিছু মুক্ত হাওয়াতে
কষ্ট-নরকের দেহ থাক্ অবজ্ঞাতে
গভীর নি:শ্বাসে ছুঁয়ে দেখি চারদিক
পাখি ও পায়ের শব্দে কে জ্বালে প্রদীপ!
কবির বক্তব্য: (আজ দু:সাহসে পেয়েছে! প্রথম সনেট দু:সাহস আমার! ক্ষমা চেয়ে রাখছি!)