মেহের মামুন এর কবিতা "কী হলো পূরণ"

কী হলো পূরণ
-------মেহের মামুন
চলে যেতে চাই বহুদুর,
এই সবুজ শ্যামল পৃথীবি ছেড়ে,
দেখা হবে না ঘুম ভাঙ্গা ভোরে
ঘাসের ডগায় জমা হওয়া শীশীরবিন্দু !
হাটবোনা এই চিরচেনা পথে
মেশা হবে না বন্ধুদের সাথে
হবে না প্রানের সব কথা লেনদেন
চায়ের দোকানের আড্ডাটাও জমবে না !
সকালের ঘুম ভাঙ্গাবে না কেউ
মাও আদর করে ডাকবে না
সকাল হয়েছে চোখ খুলে দেখ
টেবিলে নাস্তা খেয়ে কাজে যা !
পৃথীবির নিয়ম মেনেই আমি চলে যাবো
কেউ কি আছে আমায় আটকায়
কেউ কি আছে আমায় বাধা দেয়
কেউ পারবে না আমাকে রাখতে এই ধরায়!
আমি তো চিরদিন থাকতে চেয়েছিলাম
এই ধরার মাঝে,
চেনা পথে হাটতে, চেনা সুরে ডাকতে
কতই না ইচ্ছা আহা কী হলো পূরণ।