শিরোনাম

South east bank ad

ঢাবিতে তৃতীয়বারের মতো নন-ফিকশন বইমেলা

 প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৭, ১২:০০ পূর্বাহ্ন   |   সাহিত্য

ঢাবিতে তৃতীয়বারের মতো নন-ফিকশন বইমেলা
ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদ ও দৈনিক বণিক বার্তার যৌথ উদ্যোগে তৃতীয়বারের মতো তিন দিনব্যাপী নন-ফিকশন বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার সকালে অনুষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বইমেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। পরে তিনি বইমেলার বিভিন্ন স্টল পরির্দশন করেন। এসময় উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, দৈনিক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদসহ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী। এবারের বইমেলায় অংশ নিয়েছে দেশের খ্যাতনামা ২১টি প্রকাশনা ও গবেষণা প্রতিষ্ঠান। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলো হলো- সাহিত্য প্রকাশ, দিব্য প্রকাশ, অনন্যা প্রকাশনী, নালন্দা প্রকাশনী,কাকলি প্রকাশনী, সংহতি প্রকাশনী, সময় প্রকাশ, অবসর প্রকাশনী, আগামী প্রকাশনী, অনুপম প্রকাশনী, এপিপিএল, ঐতিহ্য প্রকাশনী, মাওলা ব্রাদার্স, অ্যাডন প্রকাশনী, ইউপিএল, উৎস প্রকাশনী, বাংলা একাডেমি, বিআইডিএস, বিআইবিএম, প্রথমা প্রকাশনী ও ঢাবি বিজনেস স্টাডিজ অনুষদ। মেলার আয়োজনে সহায়তা করছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, মার্কেট পালস্, সোনালী ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, এক্সিম ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড।
BBS cable ad

সাহিত্য এর আরও খবর: