শিরোনাম

South east bank ad

আতিক আজিজ এর কবিতা "সমুদ্রঘর"

 প্রকাশ: ১৭ অগাস্ট ২০১৭, ১২:০০ পূর্বাহ্ন   |   সাহিত্য

সমুদ্রঘর আতিক আজিজ সারা দুপুর চোখ থেকে রঙের খোসা ওড়ে আমার চারপাশে নিরন্তর ঘুম থেকে আর জেগে উঠবো না জেনে ইংরেজি পত্রিকায় দারুণ সমুদ্র দেখি দেখি, সমুদ্র জুড়ে শুয়ে বসে আছে এক স্বপ্নের ঘর। সেখানে পুরোনো মেহগনি কাঠের বুদ্ধের মুখ, ওইখানে যুবতীরা জামরুল হয়ে ওঠে-অতিথিদের ডেকে নিয়ে যায়। জানালার কাঁচে সমুদ্রের বালুকণা জেগে থাকে জেগে থাকে অপার্থির অমলিন সমুদ্র-ঝোপ। ওই স্বপ্নের ঘরে কোন একদিন তারে নিবো ডেকে। ওইখানে হলুদ বালিয়াড়ি ভেঙে ভেসে যায় স্প্যানিশ যুবতী অনাবৃত ঊরু থেকে চুইয়ে নামে বে-আব্রু খেয়াল। ফাইবার নৌকায় মেতে ওঠে চমৎকার সব রঙিন হাওয়ার পাল পৃথিবীর ধনী যুবকেরা নেচে নিংড়ে নিয়ে যায় সময়ের ডুমুরের ফুল তাদের সময়ের কাছে আম-কাঁঠালের গন্ধ নাই তাদের উজ্জ্বল চোখের কাছে ভাতের শব্দ নাই। সবুজ ডোরাকাটা মাছেরা সমুদ্রের জলে এই গহীন স্বপ্ন- ঘরের কাছাকাছি থাকে দ্বীপের নারকেল গাছের নীচে হেসে ওঠে স্বপ্নিল মেদ সবুজ-বোতলে ভরা-দুরন্ত আমোদ।#   আতিক আজিজ সম্পাদক: সাপ্তাহিক কাঁচামাটি চেয়াম্যান: জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি (গভ:রেজি:নং-এস-৮৯১৩) ব্যবস্থাপনা পরিচালক: ইস্টিশন মিডিয়া লি:
BBS cable ad

সাহিত্য এর আরও খবর: