হামিম আহসান এর কবিতা “সবজি বন্দনা”

“সবজি বন্দনা” হামিম আহসান
লতি খেলে ক্ষতি হয়
এই যার মতি
তার কোন গতি নেই
হোক সুমতি।
মুলা খেলে চুলা জ্বলে
পেটের ভেতর
এসব পুরানো চিন্তা
ভুলে যাও এবার।
শাক নিয়ে হাঁকডাক
দিতে হবে জোরে
মেদ ভুঁড়ি ভেসে যাবে
তবেই বানের তোড়ে।
ঝিঙ্গে ধুন্দুল আর
বাঁধাকপি মিলে
করবে সুপার হিট
জীবনু সব গিলে।