আনোয়ারা খানম এর কবিতা "পাখি সূজন"

"পাখি সূজন"
আনোয়ারা খানম
পাখি তোমার জ্বালা কত
কী করে বুঝাই কারে?
তোমার মত দরদী বন্ধু
কে আছে ভব সংসারে!
মাথার ওপর এমনই ছাঁদ
কে পোড়ায় সাধ্য কার?
চারিদিকে শক্ত প্রাচীর
সাহস কার? তা মাড়াবার!
সব সমস্যা সমাধানে তুমি ছিলে
আশ্রয় স্থল,
তপ্ত মরু শুকনো পাথর সর্বত্রই
ছিটাতে জল।
ধন্য জীবন পূর্ণ সদা রাশি রাশি
ফুল ফসল,
ঘর সংসার আবদার আদর ফুটতো
কত শত কমল।
নিশিদিন খুজেঁ ফিরি পাখি তোমায়
অশ্রুজলে --
কষ্ট গুলো অগ্নি সম পাশরিবো
কাকে বলে!!
কত রজনী ভোর হবে
হৃদয় খানি উম্মুখ রবে!
কুঞ্জ শাখে পাখির কূজণ
ফিরবে কী আর পাখি সূজন??
(আনোয়ারা খানম , মিরপুর,ঢাকা, ১৫.০৩.২০২১)