শিরোনাম

South east bank ad

সাবরীনা রহমান বাঁধন এর কবিতা “দায় রেখো না”

 প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সাহিত্য

সাবরীনা রহমান বাঁধন এর কবিতা “দায় রেখো না”

“দায় রেখো না”

সাবরীনা রহমান বাঁধন

তুমি এভাবেই থাকো
থাকার জন্য কোনো রকম ।
আমাকেও এভাবেই রাখো
অযাচিতের মত অবহেলায় অযতনে
ফেলে রাখো এখানে ওখানে।
খোঁজ দিও না, খোঁজ রেখো না।
ভুলে গিয়ে ভুলে থেকে
ভুল খুঁজে ভুল বুঝে।
অভিমান একদিন শেষ হয়েই যাবে।
সময় গড়িয়ে গেলে ক্ষত মিলিয়ে যাবে,
চোখেরও ক্লান্তি আসবে ঠিক
কান্না শুকিয়ে আসবে ঘুম
মৃত্যুর মত ।
প্রতিদিন মরি কতশত বার,
জেনে কী হবে!
জানতে যেও না।
চুপ করে থাকো,
শব্দ নয় আর,
একটাও না।
বুঝে নিতে দাও
নিজের মতন,
ভুল বুঝলেও ভুল ভেঙ্গে দিতে
দায় রেখো না।
অসুখে খুব তোমার পরশ চাইবে না মন।
খুব অবেলায় তোমায় দেখার সাধটা বারণ।
তবুও থেকো তবুও রেখো।
যতটুকু চাও
যত অনাদরে মন যত ভরে আমাকে কাঁদাও ।

BBS cable ad

সাহিত্য এর আরও খবর: