শিরোনাম

South east bank ad

রুরিনা চৌধুরী এর কবিতা "আমার নয়"

 প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সাহিত্য

রুরিনা চৌধুরী এর কবিতা "আমার নয়"

আমার নয়
রুরিনা চৌধুরী


যে ঘরের ছক জন্মদাগে এঁকেছি
সে আমার নয়
যার হৃদয়ে গচ্ছিত রেখেছি ভালবাসা
সে আমার নয়
যে দেশের জলবায়ুতে পোষ মেনেছি
সে আমার নয়
যে হাত ধরে দিশাহীন পথে হেঁটেছি
সে আমার নয়
যে মাটির সোদা গন্ধে পরিচয় মেখেছি
সে আমার নয়
যে কাপে আড্ডার চুমুক চায়ে তুলেছি
আর সে চেনা নয়
সময়ের কাছে বন্ধক জীবন বয়ে চলে যায়
সে আমার নয়
জন্মান্তরের বাঁধন জঠরে কান পেতে শুনি
ডানা ঝাপটার কাকলি
হাত টেনে হাতে মনের কাছে মিনতি করি
তুমি তো আমার রও!
চোখ বলে, সব দিয়েছো বাটোয়ারা করে
শূন্যে কি কিছু রয়?

BBS cable ad

সাহিত্য এর আরও খবর: