সাবরীনা রহমান বাঁধন এর কবিতা “ভালোবাসি অনুভবে”

“ভালোবাসি অনুভবে”
সাবরীনা রহমান বাঁধন
আমার কখনও ইচ্ছে করে না
স্নেহহীন চুমু খাই কারো কপালে
অথবা প্রেমহীন আঙুল ছোঁয়াই কারো শরীরে
ইচ্ছে করে না
কষ্টহীন হা হুতাশ ওড়াই বাতাসে কারো সুতীব্র যন্ত্রণায়
অথবা আনন্দ না পেয়েই হেসে উঠি খিলখিলিয়ে
লোকে তবে কী করে পারে
একটা পুরো জীবন কাটিয়ে দিতে অভিনয়ে
এই যে অভিযোগ ঝরে আমার
তুমি জানো না কতটা অভিমানে জমেছে তা
ভালোবাসি যদি বলি
সে ভালোবাসি বলেই
তোমার মনে আমার নামে সালিশ বিচারের নিত্য বৈঠকে কাঠগড়ায় দাঁড়ানোর আগে
আয়নায় নিজের চোখে চোখ রেখে তাকাই প্রতিদিন
কখনও নিজেকে প্রতারক হিসেবে পাই না।
(সাবরীনা রহমান বাঁধন, সিনিয়র সহকারী সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়)