সাবরীনা রহমান বাঁধন এর কবিতা “কুয়াশা”

“কুয়াশা”
সাবরীনা রহমান বাঁধন
শীত শীত কুয়াশা
কাছে এলি সহসা
শিশির স্নাত পদ্ম তুই
ইচ্ছে হলো একটু ছুঁই
সকাল হলো ভিজে
তোরই ভাঁজে ভাঁজে
এমন কেন তুই
কেমন মাতাল হই
সারা বেলা যাবে
তোকেই খুঁজে পাবে
তোরই পথে চাই
নিজেকেই হারাই
আবার পাব তোকে
মন মেলানোর ঝোঁকে
মন বাড়িয়ে রই
তোর মনের হদিশ কই।
(সাবরীনা রহমান বাঁধন, সিনিয়র সহকারী সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়)