শিরোনাম

South east bank ad

শামীম আহমেদ এর কবিতা “অসমাপ্ত স্মৃতি”

 প্রকাশ: ১০ জানুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সাহিত্য

“অসমাপ্ত স্মৃতি”

শামীম আহমেদ

দিনগুলো কিন্ত ভালোই যাচ্ছিলো,
হঠাৎ রবিনের সাথে দেখা,
মনে পরে গেলো ফেলে আসা অনেক স্মৃতি কথা ।
ঢালি স্যার নাকি গত হয়েছে বহু কাল আগে,
টুম্পা, বাদল, শম্পার কথা মাঝে মধ্যেই মনে জাগে ।
স্কুলের পাশে বয়ে চলা নদীটা নাকি শুকিয়ে মাঠ,
অনেক আগেই বন্ধ হয়ে গেছে খেয়া পারাপারের ঘাট ।
গহর, করিম মাঝি নাকি এখন টম টম চালায়
সতিশ স্যার নাকি চিৎকার করে
আর বলে না ঐ যে দুষ্টগুলো পালায় ।
রবিন অনেকের কথায় হাসি মুখে বলে গেলো,
শিরিনের কথা তুলতেই মুখটা গম্ভির, কালো,
কিরে কি হলো তোর চুপ কেন বল,
কেন জানি উত্তর না দিয়েই বললো একটু বসি চল ।
ঘোষ কাকা নাকি শুকিয়ে কাঠ অনেক বড় অসুখ,
রবিনের ইচ্ছে বড় ডাক্তার দেখাবে যদি পায় সুখ ।
কেরামত চাচার পোষা পাখিগুলো নাকি আর নাই,
গান শুনানো রহিম ভাই মরে গেছে যক্ষা ছিল তাই ।
অস্হিরভাবে শুনে গেলাম সুখ, দু:খ, ব্যাথা,
মনের ভেতর বার বার উকি দিচ্ছে সেই শিরিনের কথা ।
শিরিন আমাদের গায়েরই মেয়ে সুন্দর একটা মুখ,
তাহার দেয়া প্রেমের চিঠিতে পেয়েছিলাম অনেক সুখ।
এখনো আমার ড্রয়ারে রাখা আছে চিঠি একশখানা,
বিয়ে ঠিক হয়েছে একাদশে গিয়ে, করতে পারিনি মানা ।
বল না রবিন শিরিন কোথায়, এখন কেমন আছে ?
ধমকের সুরে বললো আমায় খবর নাই তাহার কাছে ।
বন্ধুর প্রতি ভালোবাসা নাকি শিরিনের অপরাধ খোঁজা,
ওর গম্ভীর চেহারার মাঝে কিছুই গেলো না বুঝা ।

(শামীম আহমেদ, ব্যাংকার)

BBS cable ad

সাহিত্য এর আরও খবর: