শিরোনাম

South east bank ad

ইউক্রেনে নিহত নাবিক আরিফের বাড়িতে শোকের মাতম

 প্রকাশ: ০৩ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ইউক্রেনে যুদ্ধের কারণে আটকে থাকা বাংলাদেশী জাহাজ ‘বাংলার সমৃদ্ধ’ রকেট হামলার শিকার হয়েছে। রকেটের আঘাতে জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান আরিফের মৃত্যু হয়েছে। নিহত আরিফের বাড়ি বরগুনার বেতাগীতে চলছে শোকের মাতম।

আজ (৩ মার্চ) বৃহস্পতিবার সকালে নিহত আরিফ বাড়ি গিয়ে দেখা যায় কান্না করতে করতে স্বজনরা মূর্ছা যাচ্ছেন। প্রতিবেশীরা তাদের সান্ত্বনা দিচ্ছেন।

বেতাগী উপজেলার হোসনাবাদ গ্রামের আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে আরিফ। ভাইবোনদের মধ্যে আরিফ ছিল মেঝ। আট বছর ধরে এই জাহাজে কর্মরত ছিলেন আরিফ।

স্বজনরা জানান, ঘটনার সময়ে মোবাইলে ছোট ভাই গোলাম মাওলানা প্রিন্সের সাথে কথা বলতে ছিলেন আরিফ। এমন সময় একটি বিকট শব্দ হয়ে ফোন কল বিচ্ছিন্ন হয়ে যায়। এর কিছুক্ষণ পরে তারা জানতে পারেন আরিফ মারা গেছেন।

BBS cable ad

আন্তর্জাতিক এর আরও খবর: