শিরোনাম

South east bank ad

ইউক্রেনে যুদ্ধ বন্ধ ও মানবিক সহযোগিতা পাঠানোর আহ্বান আমিরাতের

 প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ইউক্রেনের যুদ্ধ বন্ধের আহ্বানের পাশাপাশি মানবিক সহযোগিতা পাঠানোর প্রতি জোর দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

জাতিসংঘের সংযুক্ত আরব আমিরাতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লুনা নাসিবেহ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত বৈঠকের মাধ্যমে রাশিয়াকে যুদ্ধ বন্ধ করে শান্তির পথে আসার জন্য আহ্বান জানান।

পাশাপাশি যেকোনো সংকট রাজনৈতিকভাবে আলোচনার মাধ্যমে সমাধানের প্রতি জোড় দেন।

ইউক্রেনে বেসামরিক নাগরিকদের ওপর যে হামলা চলছে তার নিন্দা জানিয়ে দেশটির প্রতিনিধি বলেন, সেখানে এখন মানবিক সহযোগিতা পাঠানোর প্রয়োজন।

পাশাপাশি উভয়পক্ষকেই আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি সম্মান রেখে যুদ্ধ বন্ধ করা উচিত।

BBS cable ad

আন্তর্জাতিক এর আরও খবর: