শিরোনাম

South east bank ad

চীন আ’লীগের বিজয় দিবস উদযাপন

 প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

রাজধানীর খিলক্ষেতে বাংলাদেশ আওয়ামী লীগের বৃহত্তর চীন শাখার উদ্যোগে বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় রিজেন্সি হোটেলের গ্র্যান্ড সামিট কনফারেন্স হলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চীন শাখা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট যাদব দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিশেষ দূত ও বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান কূটনীতিক ওয়ালিউর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য তরুন কান্তি দাস।

সম্মানিত অতিথি ছিলেন চীন শাখা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা এন কে দত্ত ও অতিরিক্ত পুলিশ সুপার শামসুজ্জামান বাবু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চীন শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান মো. সাজ্জাদ হোসাইন।

কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে পরিবেশন করা হয় জাতীয় সংগীত। সাংস্কৃতিক পরিবেশনাও করা হয়।

স্বাধীনতার সপক্ষে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে হাতে হাত রেখে কাজ করতে আলোচনা সভায় আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে চীন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

BBS cable ad

আন্তর্জাতিক এর আরও খবর: