শিরোনাম

South east bank ad

ফের ইউরেনিয়ামের মজুদ বৃদ্ধি করছে ইরান

 প্রকাশ: ১৮ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

জাতিসংঘ পরমাণু পর্যবেক্ষণ সংস্থা (আইএইএ) জানিয়েছে, ইরান ফের তাদের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বৃদ্ধি করেছে। ২০১৫ সালের চুক্তি রক্ষায় প্রচেষ্টা শুরু করার নির্ধারিত আলোচনার মাত্র কয়েকদিন আগে এমন প্রতিবেদন প্রকাশ করা হলো। খবর এএফপি’র।

বার্তা সংস্থা এএফপি’র হাতে আসা এক প্রতিবেদন অনুযায়ী আইএইএ ধারণা করছে, ইরানের অতি সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ২,৪৮৯.৭ কিলোগ্রাম। এ পরিমাণ ২০১৫ সালের পরমাণু চুক্তি অনুযায়ী ইউরেনিয়াম সীমিত রাখার সীমার চেয়ে অনেক গুণ বেশি।

আইএইএ’র পরিচালনা বোর্ডের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। আগামী সপ্তাহে এ বৈঠকে বসার কথা রয়েছে। ইরান ও বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর মধ্যে সম্পাদিত ২০১৫ সালের পরমাণু চুক্তি রক্ষায় আগামী ২৯ নভেম্বর ভিয়েনায় আলোচনা শুরু করতে কূটনীতিকদের প্রস্তুতির অংশ হিসেবে তারা এ বৈঠকে বসতে যাচ্ছেন।

ইরানের সঙ্গে করা এ আন্তর্জাতিক পরমাণু চুক্তির বর্তমান অংশীদার দেশ ব্রিটেন, চীন, ফ্রান্স, জার্মানি ও রাশিয়া ওই আলোচনায় অংশ নেবে। এ চুক্তি থেকে বেরিয় যাওয়ায় যুক্তরাষ্ট্র পরোক্ষাভাবে এতে যোগ দেবে।

BBS cable ad

আন্তর্জাতিক এর আরও খবর: