শিরোনাম

South east bank ad

বায়োগার্মেন্টারি : কার্বন পরিশোধন করবে পোশাক!

 প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   তথ্য প্রযুক্তি

পোশাক বলতে সাধারণত মানুষ যে কোনো ধরনের সুতার তৈরি পোশাক বোঝায়। তবে এবার সুতার তৈরি পোশাকের পরিবর্তে ভিন্নধর্মী পরিবেশবান্ধব এক পোশাকের কথা চিন্তা করছেন কানাডিয়ান-ইরানিয়ান ফ্যাশন ডিজাইনার রায়া আঘিঘি। ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার একদল গবেষকের সঙ্গে কাজ করে তিনি এমন এক ধরনের কাপড়ের পোশাক তৈরি করেছেন যা কিনা নিজেই পরিশোধন করতে পারবে কার্বন। পরিবেশবান্ধব এই কাপড়ের নাম দেওয়া হয়েছে বায়োগার্মেন্টারি। এটি মূলত শ্যাওলা থেকে তৈরি করা হয় বলে তা পরিবেশের জন্য ক্ষতিকর প্রভাব না ফেলে আশপাশের দূষিত বাতাসের কার্বন। একই সঙ্গে কাপড়ের পোশাক তৈরিতে যে কার্বনের ব্যবহার হয় সেটিও বন্ধ করা সম্ভব হবে। : ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটি হচ্ছে বিশ্বের প্রথম জীবন্ত এবং সালোকসংশ্লেষণধর্মী কাপড়। এখন পর্যন্ত এটি গবেষণা পর্যায়ে সীমাবদ্ধ রয়েছে। ব্যাপক মাত্রায় উত্পাদনের জন্য আরো অনেক গবেষণা এবং সময়ের প্রয়োজন। এটি যদি ব্যাপক আকারে করা সম্ভব হয় তাহলে ফ্যাশনের জগতে বড় পরিবর্তন আনার পাশাপাশি পরিবেশ দূষণ হ্রাসেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। —সিএনএন
BBS cable ad

তথ্য প্রযুক্তি এর আরও খবর: