শিরোনাম

South east bank ad

ফেসবুক মেসেঞ্জারে ব্লক না করেই মেসেজ উপেক্ষা করার উপায়

 প্রকাশ: ২৮ অগাস্ট ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   তথ্য প্রযুক্তি

ফেসবুক মেসেঞ্জারে কাউকে ব্লক না করেই তার পাঠানো মেসেজ উপেক্ষা করতে পারবেন। এজন্য দরকার ফেসবুক মেসেঞ্জারের লেটেস্ট ভার্সন। জেনে নিন কাজটি কীভাবে করবেন । ফেসবুক মেসেঞ্জারে ডেক্সটপ থেকে কাজটি করার পদ্ধতি: ১। ফেসবুক ইউজারনেম ও পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করুন। ২। যে ব্যক্তিকে উপেক্ষা করবেন সেই ব্যক্তির চ্যাট উইন্ডো ওপেন করে ডান দিকে উপরে ‘আই’ বাটন সিলেক্ট করুন। ৩। এবার ‘প্রাইভেসি ও সাপোর্ট’ অপশন সিলেক্ট করুন। এর পরে ‘ইগনোর মেসেজেস’ অপশন সিলেক্ট করুন। ৪। নিশ্চিত করতে পপ-আপ উইন্ডোতে একই অপশন সিলেক্ট করুন। ফেসবুক মেসেঞ্জার মোবাইল অ্যাপে উপেক্ষা করার পদ্ধতি: ১। ফেসবুক মেসেঞ্জার ওপেন করে লগ ইন করুন। ২। যে ব্যক্তিকে উপেক্ষা করবেন সেই ব্যক্তির চ্যাট উইন্ডো ওপেন করে ডান দিকে উপরে ‘আই’ বাটন সিলেক্ট করুন। ৩। এবার ‘ইগনোর মেসেজ’ বাটন সিলেক্ট করুন। ৪। নিশ্চিত করতে কনফার্ম করুন। এর পরে ফেসবুক মেসেঞ্জারে ঐ ব্যক্তি আপনাকে মেসেজ পাঠালে আপনার কাছে তা আর পৌঁছাবে না। ফলে সহজেই অপ্রয়োজনীয় মেসেজের হাত থেকে রেহাই পাওয়া যাবে।
BBS cable ad

তথ্য প্রযুক্তি এর আরও খবর: