শিরোনাম

South east bank ad

আগামীকাল থেকে অ্যাপ্যান সম্মেলন

 প্রকাশ: ০৬ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   তথ্য প্রযুক্তি

আগামীকাল থেকে অ্যাপ্যান সম্মেলন

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

বাংলাদেশ গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক (বিডিরেন) আগামীকাল ৭ মার্চ থেকে ১১ মার্চ পর্যন্ত পাঁচদিনের অ্যাপ্যান-৫৩ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে।

গতকাল (৫ মার্চ) শনিবার রাজধানীর আগারগাঁও ইউজিসির অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বিডিরেন।

সংবাদ সম্মেলনে অ্যাপানের সদস্যরা বলেনে, অ্যাপানের ৫৩-তম সম্মেলনের উদ্বোধন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হবে। শুধু এই অনুষ্ঠানে আনুমানিক ২০০ জন সশরীরে এবং ৩০০ জন ভার্চুয়ালি যুক্ত হবেন।

সভায় বিডিরেনের চেয়ারপার্সন এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড.কাজী শহীদুল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি উপস্থিত থেকে উদ্বোধন করবেন।

এছাড়া বিশেষ অতিথি শিক্ষা মন্ত্রণালয়রে উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মো. আক্তারুজ্জামান। অ্যাপানের চেয়ারম্যান প্রফেসর ড. সংঘুয়া বিশ্ববিদ্যালয়, বেইজিং এশিয়া প্যাসিফিক অ্যাডভাপড় নেটওয়ার্কের পক্ষ থেকে বক্তব্য রাখবেন। সভায় স্বাগত বক্তব্য রাখবেন প্রফেসর ড. দিল আফরোজা বেগম, ভাইস চেয়ারপার্সন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, অ্যাপান হচ্ছে এশিয়া প্যাসিফিক অ্যাডভান্সড নেটওয়ার্ক। যার সদস্য এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর গবেষণা নেটওয়ার্ক সংস্থাগুলো। অ্যাপান প্রতিবছর দুইটি সম্মেলন আয়োজন করে, যেখানে অ্যাপান সদস্যরা এবং অন্যান্য অংশগ্রহণকারীরা, ওয়ার্কিং গ্রুপ কমিটি, প্ল্যানারি সেশন এবং সভায় তাদের অদ্যাবধি অগ্রগতি তুলে ধরেন।

এছাড়া তারা প্রযুক্তি এবং এর প্রয়োগ সংক্রান্ত অগ্রগতি এবং এ বিষয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বিবৃত করেন। বাংলাদেশের একমাত্র গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক প্রতিষ্ঠান হিসেবে বিডিরেন অ্যাপানের একজন সদস্য।

তারা জানান, দেশের সরকারী বিশ্ববিদ্যালয় ও গবেষণা সংস্থাকে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে একটি অত্যাধুনিক এবং উচ্চ গতির নেটওয়ার্কে সংযুক্তকরণ, বিভিন্ন ধরণের কম্পিউটার অ্যাপলিকেশন সার্ভিসেস প্রদানের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গৃহীত উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের অধীনে বিডিরেন প্রতিষ্ঠিত হয়। এর বর্তমান সদস্য সংখ্যা ১৯০।

সদস্যরা বিডিরেন হতে উচ্চগতির ইন্টারনেট, গবেষণা সংক্রান্ত ডাটা দ্রুতগতিতে আদান-প্রদান, কম্পিউটিং ও ভার্চুয়ালাইজেশন, ভিডিও কনফারেন্সিং, ডিসটেন্স লার্নিং, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, কোলোকেশন, অ্যাপলিকেশন সার্ভিসেস হোস্টিং, এডুরোম, ই-ফাইলিং, প্রশিক্ষণ, নেটওয়ার্ক এবং অ্যাপলিকেশন ডিজাইন ও বাস্তবায়ন সংক্রান্ত পরামর্শ এবং অনুদানসহ বিবিধ সেবা পেয়ে থাকে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিডিরেন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাওরীত, বিডিরেন ট্রাস্ট এর ভাইস চেয়ারপার্সন এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সদস্য প্রফেসর ড.দিল আফরোজা বেগম.উম্মুক্ত বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড.সৈয়দ হুমায়ুন আখতার।

BBS cable ad

তথ্য প্রযুক্তি এর আরও খবর: