শিরোনাম

South east bank ad

এআই ও সাইবার নিরাপত্তা দক্ষতায় ১২০০ কোটি ডলার ব্যয় করবে পিডাব্লিউসি

 প্রকাশ: ২৮ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   তথ্য প্রযুক্তি

দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সাইবার নিরাপত্তা খাতে আগামী ২০২৬ সালের মধ্যে ১২০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে প্রাইসওয়াটারহাউস কুপারস (পিডাব্লিউসি)। বিশ্বের দ্বিতীয় বৃহৎ প্রফেশনাল সেবা নেটওয়ার্ক প্রতিষ্ঠানটি এ খাতে নিয়োগ করবে ১ লাখ দক্ষ লোক। এতে ২০২৬ সাল নাগাদ তাদের শ্রমশক্তি এক-তৃতীয়াংশের বেশি বাড়বে।
পিডাব্লিউসি যুক্তরাষ্ট্রের চেয়ারম্যান ও সিনিয়র পার্টনার টিম রিয়ান বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী নতুন কর্মী নিয়োগ করা হলে কোম্পানির বর্তমান শ্রমশক্তি ২ লাখ ৮৪ হাজার থেকে আরও এক-তৃতীয়াংশের বেশি বাড়বে।’
লন্ডনভিত্তিক প্রতিষ্ঠানটি জানায়, ৫ বছরে কর্মীসংখ্যা বেড়ে ৩ লাখ ৮৪ হাজার অতিক্রম করবে। কোম্পানিগুলো ডাটার গোপনীয়তা, বৈচিত্র্য এবং টেকসইয়ের বিষয়ে বিনিয়োগকারীদের কাছ থেকে ক্রমবর্ধমান যেসব পরীক্ষা-নিরীক্ষার মুখোমুখি হচ্ছে সেসব বিষয়ে তাদের আরও ভালো পরামর্শ দেওয়ার জন্য এই বিনিয়োগ করবে পিডাব্লিউসি।
টিম রিয়ান বলেন, ‘এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের জনবলের এসব দক্ষতা রয়েছে।’
২০১৯ সালে পিডাব্লিউসি জানিয়েছিল, তারা প্রযুক্তি ও কর্মীদের প্রশিক্ষণে ৩০০ কোটি ডলার বিনিয়োগ করবে। এ পরিকল্পনা তারই ধারাবাহিকতার অংশ।
কোম্পানিটি জানায়, গত বছর তারা বিশ্বব্যাপী ৬৩ হাজার নতুন লোক নিয়োগ দিয়েছে এআই ও সাইবার নিরাপত্তা বিষয়ক এসব দক্ষতাসম্পন্ন পদ পূরণের জন্য। ২০১৬ সাল থেকে তারা মেধা ও অন্যান্য খাতে ৭৪০ কোটি ডলার ব্যয় করেছে।

বিশ্বের ৪টি বড় অ্যাকাউন্টিং ফার্ম ডেলয়েটে অ্যান্ড টাচে, আর্নস্ট অ্যান্ড ইয়াং, কেপিএমজি এবং পিডাব্লিউসি সাম্প্রতিক বছরগুলোতে ক্লাউড ও অন্যান্য প্রযুক্তিতে শতকোটি ডলার বিনিয়োগ করেছে। এর লক্ষ্য তাদের অডিট ও কনসাল্টিং ব্যবসা শক্তিশালী করা এবং বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যাওয়া। সূত্র : ওয়াল স্ট্রিট জার্নাল।

BBS cable ad

তথ্য প্রযুক্তি এর আরও খবর: