শিরোনাম

South east bank ad

বাংলা নববর্ষের শুভেচ্ছায় গুগলের ডুডল

 প্রকাশ: ১৪ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   তথ্য প্রযুক্তি

বাংলা নববর্ষের শুভেচ্ছায় গুগলের ডুডল

বঙ্গাব্দ ১৪২৮-এর প্রথম দিন পহেলা বৈশাখ। করোনা মহামারির মধ্যে দ্বিতীয়বার নববর্ষ উদযাপন জৌলুসহীন।

রমনা বটমূল, চারুকলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে না কোনো আনুষ্ঠানিকতা। প্রতীকী মঙ্গল শোভাযাত্রা কিংবা ভার্চ্যুয়াল আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ এবারের নববর্ষ।
বাঙালির ঐতিহ্য-আবেগের এ দিনে শুভেচ্ছা জানাতে ভুল করেনি অন্তর্জাল জায়ান্ট গুগল। তাদের হোমপেজে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রকাশ করেছে বিশেষ ডুডল।

মঙ্গল শোভাযাত্রার থিমে নকশা করা হয়েছে ডুডলের। এতে কাগজের তৈরি নকশা করা মুখোশের ওপর রং-তুলির আঁচড় দিতে দেখা যায়। লাল, হলুদ, মেরুন, সবুজসহ বাহারি রঙে মুখোশকে সাজানো হয়। এ ডুডলের ওপর ক্লিক করলে নববর্ষ সম্পর্কিত গুগলের পেজ আসছে সামনে।

বিশেষ কোনো দিন বা বিশেষ কোনো ব্যক্তির জন্ম বা মৃত্যুদিনে গুগল সার্চ বক্সের ওপরে নিজেদের লোগো বদলে বিশেষ দিনটির সঙ্গে মানানসই নকশার যে লোগো তৈরি করা হয় তাকে ডুডল বলা হয়। গুগল বিভিন্ন উৎসব ও দিবসে বিশেষ ডুডল প্রকাশ করে থাকে।

BBS cable ad

তথ্য প্রযুক্তি এর আরও খবর: