অ্যাকসেস টু ইনফরমেশন উদ্যোক্তাদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে

দেশব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্পোদ্যোক্তাদের ই-কমার্স ব্যবসায় অন্তর্ভুক্তকরণ ও তাদের সার্বিক ডিজিটাল দক্ষতা উন্নয়নে সহায়তা করবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই)। এ লক্ষ্যে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) সঙ্গে ইতোমধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে এটুআই। স্মারক অনুযায়ী প্রাথমিক পর্যায়ে বিসিকের উদ্যোক্তাদের জন্য ডিজিটাল দক্ষতা বৃদ্ধিতে সহায়তাসহ ই-কমার্স প্লাটফর্ম তৈরি ও প্রয়োজনীয় মার্কেট লিংকেজে সহায়তা করবে এটুআই।
এছাড়া ৬৪ জেলায় বিসিকের ডিসপ্লে সেন্টারগুলোকে অনলাইন প্লাটফর্মের আওতায় আনাসহ পণ্য উৎপাদন ও বিপণনে নিযুক্ত কর্মী, উদ্যোক্তা ও সমবায় বা সমিতিগুলোর জন্য প্রশিক্ষণবিষয়ক কারিগরি পরামর্শ প্রদান করা করবে এটুআই। সম্প্রতি এটুআইয়ের কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ সমঝোতা স্মারকের উদ্দেশ্য হলো, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে নাগরিক সেবায় উদ্ভাবনকে অগ্রাধিকার দিয়ে বিসিক এবং এটুআইয়ের যৌথ উদ্যোগ গ্রহণ।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিকের চেয়ারম্যান মো. মোশতাক হাসান এনডিসি (অতিরিক্ত সচিব), এটুআইয়ের প্রকল্প পরিচালক ড. মো. আব্দুল মান্নান (অতিরিক্ত সচিব), বিসিক পরিচালক (অর্থ) স্বপন কুমার ঘোষ (যুগ্ম সচিব), পরিচালক (বিপণন, নকশা ও কারুশিল্প) মো. আলমগীর হোসেন (যুগ্ম সচিব), পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) ড. গোলাম মো. ফারুক (যুগ্ম সচিব), বিসিক সচিব মো. মফিদুল ইসলাম, বিসিক মহাব্যবস্থাপক (বিপণন) অখিল রঞ্জন তরফদার, নিয়ন্ত্রক (হিসাব ও অর্থ) জিএম রব্বানী তালুকদার, এটুআইয়ের পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরীসহ বিসিক ও এটুআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে বিসিকের চেয়ারম্যান মো. মোশতাক হাসান বলেন, ই-বিপণন বর্তমান সময়ের দাবি। এটুআইয়ের সঙ্গে এ সমঝোতা স্মারকের মাধ্যমে এটুআইয়ের একশপ উদ্যোগে যুক্ত হয়ে উদ্যোক্তারা ই-বিপণন করতে পারবেন।
অনুষ্ঠানে জানানো হয়, বিসিকের প্লাটফর্মটি একশপের সঙ্গে ইন্টিগ্রেটেড থাকবে। যেখানে বিসিকের উদ্যোক্তারা একশপের লজিস্টিকস সেবা এবং অনলাইনে পেমেন্ট সুবিধা গ্রহণ করতে পারবেন। সারা দেশে ছড়িয়ে থাকা একশপের বিস্তৃত নেটওয়ার্কের অন্তর্ভুক্ত হতে পারবেন। এজন্য দেশে এবং দেশের বাইরে ই-কমার্স কানেক্টিভিটি তৈরিতে একশপ সহযোগিতা প্রদান করবে।