শিরোনাম

South east bank ad

ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন উদ্বোধন

 প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   তথ্য প্রযুক্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয় আবহাওয়া বিজ্ঞান বিভাগে স্থাপিত স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন উদ্বোধন করা হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বৃহস্পতিবার মোকাররম হোসেন খন্দকার বিজ্ঞান ভবনের ছাদে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ স্টেশন উদ্বোধন করেন। আবহাওয়া বিজ্ঞান বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. তৌহিদা রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল ও কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উৎসব উদযাপনের ক্ষেত্রে এই স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন একটি বড় ধরনের সংযোজন। শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা এই স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন ব্যবহারের মাধ্যমে আবহাওয়া, পরিবেশ, জলবায়ু ও বায়ুমণ্ডল বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করতে পারবেন। এর মাধ্যমে আবহাওয়া, বায়ুমণ্ডল, কৃষি, মৎস্য এবং সমুদ্র বিজ্ঞানবিষয়ক শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরো গতিশীল হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

BBS cable ad

তথ্য প্রযুক্তি এর আরও খবর: