শিরোনাম

South east bank ad

মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠানের মাধ্যমেও দেশে আনা যাবে ফ্রিল্যান্সারদের আয়

 প্রকাশ: ১১ ফেব্রুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   তথ্য প্রযুক্তি

প্রযুক্তিসেবা খাতের আয় সংশ্লিষ্ট রফতানিকারকের নামে পরিচালিত ডিজিটাল ওয়ালেটে জমা হবে। বিদেশী লেনদেনসেবা দেয়া প্রতিষ্ঠানগুলো এ দেশে অনুমোদিত ডিলার ব্যাংকে বৈদেশিক মুদ্রা কিংবা টাকা হিসাব পরিচালনা করতে পারবে। বিদেশী লেনদেনসেবা দেয়া প্রতিষ্ঠানগুলোর নামে পরিচালিত হিসাবে অনুমোদিত ডিলার ব্যাংক ওভারড্রাফট সুবিধা দিতে পারবে। তবে ওভারড্রাফট সুবিধা প্রদানের ক্ষেত্রে পেমেন্ট গ্যারান্টি থাকতে হবে বলে প্রজ্ঞাপনে শর্ত জুড়ে দেয়া হয়েছে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আউটসোর্সিংয়ের আয় দেশে এলে বৈধ চ্যানেলে বিদেশী মুদ্রার আয় বাড়বে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে আয় আনার প্রক্রিয়াটিও সহজ হবে বলে মনে করছে দেশের ব্যাংকিং খাতের অভিভাবক প্রতিষ্ঠানটি।
ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিংয়ের আয় এতদিন শুধু বৈদেশিক মুদ্রায় লেনদেন করা ব্যাংক শাখার মাধ্যমে দেশে আনা যেতো। তবে এখন থেকে বিকাশ বা রকেটের মতো মোবাইল আর্থিক সেবা (এমএফএস) প্রতিষ্ঠানের মাধ্যমেও দেশে আনা যাবে। এ জন্য এমএফএস প্রতিষ্ঠানগুলোকে বিদেশী লেনদেন সেবা দেয়া প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি করতে হবে।

গতকালবুধবার বাংলাদেশ ব্যাংক থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ফ্রিল্যান্সারদের এই সুযোগ করে দেয়া হলো।

বাংলাদেশ ব্যাংকের জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন এই সেবা দিতে এমএফএস প্রতিষ্ঠানগুলোকে বিদেশী অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হতে হবে। অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডার, ডিজিটাল ওয়ালেট প্রোভাইডাররা বিদেশী পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করতে পারবে। এমএফএস প্রতিষ্ঠানগুলোকে অনুমোদিত ডিলার ব্যাংকের সঙ্গে লেনদেন নিষ্পত্তির জন্য হিসাব পরিচালনা করতে হবে। বিদেশী লেনদেনসেবা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রাপ্ত বৈদেশিক মুদ্রা নস্ট্রো হিসাবে জমা হওয়ার পর তা ব্যাংকগুলো এমএফএসগুলোর হিসাবে টাকায় স্থানান্তর করবে।

উল্লেখ্য, বিদেশের ব্যাংকে দেশের ব্যাংকের হিসাবকে নস্ট্রো হিসাব বলা হয়।

বাংলাদেশ ব্যাংক বলছে, রফতানিকারকরা বৈদেশিক মুদ্রায় যে রিটেনশন কোটা সুবিধা পেয়ে থাকে, এ ক্ষেত্রেও এই সুবিধা থাকবে। মুঠোফোনে আর্থিক সেবা প্রতিষ্ঠানের লেনদেন নিষ্পত্তি হিসাবে অর্থ জমা করার আগে বৈদেশিক মুদ্রার প্রয়োজনীয় অংশ রিটেনশন কোটা হিসাবে জমা করা যাবে।

BBS cable ad

তথ্য প্রযুক্তি এর আরও খবর: