শনিবারের বেনাপোল স্থলবন্দরের আমদানি-রফতানির পরিসংখ্যান

দেশের সর্ব বৃহত্তম স্থলবন্দর যশোরের বেনাপোল দিয়ে রফতানি বাণিজ্য কমে গেছে। তবে, এ সময়ে আমদানি বাণিজ্য বৃদ্ধি পেয়েছে। একনজরে দেখে নেয়া যাক শনিবারের (১৪ সেপ্টেম্বর) বেনাপোল স্থলবন্দরের আমদানি-রফতানি ও যাতায়াতের পরিসংখ্যান।
আগত ব্যক্তির সংখ্যা:
শনিবার বাংলাদেশে এসেছেন ২৪১১ জন। এর মধ্যে বাংলাদেশি ২১৪৭ জন, বিদেশি ২৬৪ জন।
প্রস্থানকৃত ব্যক্তির সংখ্যা:
একইদিন ১৭৩৩ জন বাংলাদেশ থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে চলে গেছেন। এর মধ্যে বাংলাদেশি ১৪২৩ জন, বিদেশি ৩১০ জন।
শনিবার আমদানি: এদিন পণ্য আমদানি হয়েছে ২৬৬ ট্রাক (৫৬২৮ মে.টন)। এর মধ্যে-
(১) চিক পিস র্বাণ ৩ ট্রাক (৪৫ মে. টন)
(২) এম্পিটি বক্স ১ ট্রাক (২ মে. টন)
(৩) স্পঞ্জ আয়রন ১৬ ট্রাক (৮০০ মে. টন)
(৪) টমেটো ৯ ট্রাক (২৭৫ মে. টন)
(৫) সিলিকন মেঙ্গানিজ ৬ ট্রাক (৩১৮ মে. টন)
(৬) ফিশ মিল ৪ ট্রাক (৭৪ মে. টন)
(৭) আপেল ৭ ট্রাক (১৯৩ মে. টন)
(৮) আনার ২ ট্রাক (৫৪ মে. টন)
(৯) পার্টস এন্ড এক্সেসরিস ৪ ট্রাক (৪০ মে. টন)
(১০) কার্বন ডাই অক্সাইড ১ ট্রাক (১৬ মে. টন)
(১১) গ্রানাইড ব্লক ২ ট্রাক (৮৬ মে. টন)
(১২) সল্টক্লিন ১ ট্রাক (১৬ মে. টন)
(১৩) কটন ইয়ার্ন ১১ ট্রাক (৯৯ মে. টন)
(১৪) র‘ মেটেরিয়েল ৩ ট্রাক (১৪ মে. টন)
(১৫) ফেব্রিক্স ২৪ ট্রাক (৩০০ মে. টন)
(১৬) পিস্টন ১ ট্রাক (৩ মে. টন)
(১৭) র' কটন ৩ ট্রাক (৫৬ মে. টন)
(১৮) রেজিন ২ ট্রাক (৫৪ মে. টন)
(১৯) মাছ ৪ ট্রাক (৬৮ মে. টন)
(২০) রং ৬ ট্রাক (৯০ মে. টন)
(২১) স্পেয়ার পার্টস ৪ ট্রাক (৪৮ মে. টন)
(২২) ক্লিনিং প্রিপারেশন ২ ট্রাক (৪ মে. টন)
(২৩) রোলিং মিল ৫ ট্রাক (২০ মে. টন)
(২৪) ওয়্যার রড ৯ ট্রাক (২২৩ মে. টন)
(২৫) মিডিয়াম পেপার ১০ ট্রাক (২৬০ মে. টন)
(২৬) ব্লিচিং আর্থ ৪ ট্রাক (১০০ মে. টন)
(২৭) রোটারি ট্রেলার ২ ট্রাক (৩৪ মে. টন)
(২৮) পোস্টার কালার ১ ট্রাক (১১ মে. টন)
(২৯) ব্লিচিং পাউডার ১২ ট্রাক (৩৭২ মে. টন)
(৩০) প্রিন্টিং কালি ৪ ট্রাক (২০ মে. টন)
(৩১) কেমিক্যাল ২ ট্রাক (৫২ মে. টন)
(৩২) এনিমেল ফিড ৭ ট্রাক (১৭২ মে. টন)
(৩৩) এলুমিনিয়াম ফুয়েল ২ ট্রাক (২৫ মে. টন)
(৩৪) ডুপ্লেক্স বোর্ড ৮ ট্রাক (১৪২ মে. টন)
(৩৫) কীটনাশক ২ ট্রাক (১৮ মে. টন)
(৩৬) রাবার কম্পাউন্ড ১ ট্রাক (১৬ মে. টন)
(৩৭) মাস্টার বেস ২ ট্রাক (৪ মে. টন)
(৩৮) এলুমিনিয়াম ইনগট ১২ ট্রাক (৩৭২ মে. টন)
(৩৯) ব্যাবি ডায়পার ১ ট্রাক (৪ মে. টন)
(৪০) ফোর হুইলার পার্টস ১ ট্রাক (১৩ মে. টন)
(৪১) ইলাস্টিক গ্লো ১ ট্রাক (১৪ মে. টন)
(৪২) বীজ ১ ট্রাক (১ মে. টন)
(৪৩) টু হুইলার পার্টস ৩ ট্রাক (৯ মে. টন)
(৪৪) স্টোভিং পেইন্ট ১ ট্রাক (৬ মে. টন)
(৪৫) পলিপ্রোফেলিন গ্রুলস ২ ট্রাক (৫২ মে. টন)
(৪৬) জুয়েলারি আইটেম ৬ ট্রাক (৭২ মে. টন)
(৪৭) ক্যাপসিকাম ১ ট্রাক (৪ মে. টন)
(৪৮) চুড়ি ২ ট্রাক (২০ মে. টন)
(৪৯) মেশিনারি ৩ ট্রাক (২৪ মে. টন)
(৫০) টেলকম পাউডার ৩ ট্রাক (১২০ মে. টন)
(৫১) সেনেটারি ওয়্যার ১ ট্রাক (১৩ মে. টন)
(৫২) সোডিয়াম সালফেট ২ ট্রাক (১৪ মে. টন)
(৫৩) সালফোনিক এসিড ১০ ট্রাক (২০০ মে. টন)
(৫৪) ব্লাক গ্রাম ৩ ট্রাক (৮৪ মে. টন)
(৫৫) ক্লে ২ ট্রাক (১৭ মে. টন)
(৫৬) সিমেন্ট ৩ ট্রাক (২৩ মে. টন)
(৫৭) ক্যালসিয়াম ক্লোরাইড ২ ট্রাক (৫২ মে. টন)
(৫৮) হাই ব্রিক ৩ ট্রাক (৫১ মে. টন)
(৫৯) এসিটিক এসিড ১ ট্রাক (৮ মে. টন)
(৬০) এডোমাইট রোল ২ ট্রাক (২৪ মে. টন)
(৬১) প্যাড লাক ২ ট্রাক (২৫ মে. টন)
(৬২) প্যারোফিন ১ ট্রাক (৩২ মে. টন)
(৬৩) এম্পিটি সিলিন্ডার ১ ট্রাক (২৮ মে. টন)
(৬৪) স্টাপল পিন ১ ট্রাক (১২ মে. টন)
(৬৫) পুটিফ্রটি ২ ট্রাক (৩২ মে. টন)
(৬৬) লেড ইনগট ৫ ট্রাক (১৬৮ মে. টন)
(৬৭) কাঁচা মরিচ ১ ট্রাক (১২ মে. টন)
তবে, গতকাল (শনিবার) পেঁয়াজ আমদানি করা হয়নি। এদিকে, ভারতীয় একটি মালবাহী ট্যাঙ্কারে ২০ মে.টন অক্সিজেন আমদানি করা হয়েছে।
শনিবার রফতানি: এদিন পণ্য রফতানি করা হয়েছে ২২৩ ট্রাক (২২১৮ মে.টন)। এর মধ্যে-
(১) ঝুট ২০ ট্রাক ( ২০০ মে. টন)
(২) গার্মেন্টস ৭০ ট্রাক ( ৭০০ মে. টন)
(৩) পাট ৩১ ট্রাক ( ৩১০ মে. টন)
(৪) মাছ ৭ ট্রাক ( ৫৬ মে. টন)
(৫) ট্রাভেল ব্যাগ ২৫ ট্রাক ( ২৫০ মে. টন)
(৬) এসিড ৪৮ ট্রাক ( ৪৮০ মে. টন)
(৭) আঠা ২ ট্রাক ( ২২ মে. টন)
(৮) জুতা ১২ ট্রাক ( ১২০ মে. টন)
(৯) সুপাড়ি ২ ট্রাক ( ২০ মে. টন)
(১০) টিস্যু ৬ ট্রাক ( ৬০ মে. টন)
পরিসংখ্যান বিশ্লেষণ ও হিসাব করে দেখা গেছে, শনিবারে মোটি আমদানি হয়েছে ১০৭ কোটি ৬৯ লাখ টাকার পণ্য। একইদিন রফতানি হয়েছে ৯১ কোটি ৯৫ লাখ ৩৪ হাজার টাকার পণ্য। এদিন রাজস্ব আদায় হয়েছে ১২ কোটি ৫৬ লাখ ২৩ হাজার টাকা।