আবার টালমাটাল ডলারের বাজার

হঠাৎ করেই দেশে আবার ডলারের বাজারে টালমাটাল অবস্থা দেখা দিয়েছে। ঢাকার খোলাবাজারে প্রতি মার্কিন ডলারের দাম বেড়ে ১২৪-১২৫ টাকায় উঠেছে। দুই সপ্তাহ আগেও ডলারের দাম ১১৮-১১৯ টাকার মধ্যে ছিল। খাত-সংশ্লিষ্ট ব্যক্তিরা অবশ্য মনে করেন, ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বা প্রবাসী আয়ের প্রবাহ কমে যাওয়ার কারণেই মূলত খোলাবাজারে প্রভাব পড়েছে। খোলাবাজারের ব্যবসায়ীরা বলছেন, দেশে ফেরার সময় প্রবাসীরা নিজেদের সঙ্গে করে যে ডলার নিয়ে আসেন, সেগুলো খোলাবাজারে বিক্রি হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিদেশ থেকে মানুষ আসা কমে যাওয়ায় ডলারের সরবরাহও কমেছে। এতেই ডলারের সংকট তৈরি হয়েছে। ফলে দাম বেড়ে গেছে। ডলারের দাম এভাবে বাড়তে থাকলে খাদ্যপণ্যসহ সব ধরনের পণ্য আমদানি ব্যয় আরও বেড়ে যাবে। এতে মূল্যস্ফীতিও বেড়ে যাবে।
এই পরিস্থিতিতে ডলার লেনদেনের তথ্য ৮ ঘণ্টার মধ্যে জমা দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা লেনদেনের তথ্য নিয়মিত ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে পাঠানোর নিয়ম রয়েছে। এই তথ্য কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার ড্যাশবোর্ডে জমা দিতে হয়। কিন্তু অনেক ব্যাংকই তা মানছে না বলে অভিযোগ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এমন পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রার সঠিক লেনদেনের তথ্য আট কর্মঘণ্টার মধ্যে ড্যাশবোর্ডে জমা দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে কেন্দ্রীয় ব্যাংকের এ দাওয়াতে কোনো কাজ হবে না বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।