শুটিং চলছে ‘কাগজের বউ’ মুভির
বিনোদন প্রতিবেদক
এস জি প্রোডাকশনের প্রযোজনায় ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে চলছে শুটিং ‘কাগজের বউ’ মুভির। এই মুভিতে অভিনয় করছেন : চিত্রনায়ক ডি এ তায়েব, চিত্রনায়িকা পরীমনি, চিত্রনায়িকা আনহা তামান্না এবং বিশেষ চরিত্রে আবুল হায়াত।

মুভিটির প্রডিউসার মাহবুবা শাহরিন, সংলাপে কমল সরকার এবং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন চয়নিকা চৌধুরী।