এবারের ঈদে আজম খানের যত কাজ
রোজার ঈদের পরেই ঈদুল আজহার কাজ শুরু করেছিলাম গত মে থেকে। করোনার কারনে কড়া লকডাউন শুরুর আগেই অবশ্য কয়েকটা কাজ শেষ করতে পেরেছিলাম। আর বাকি কাজগুলি হয়েছে পরবর্তীতে সীমিত পরিসরের শুটিংয়ে।
সব মিলিয়ে এবারের ঈদুল আজহায় নীচের নাটক/টেলিফিল্মে আমি অভিনয় করেছি।
আমার দর্শকদেরকে এই নাটক / টেলিফিল্মগুলি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি তাদের ভালো লাগবে।
শিহাব শাহীনের
নাটক
বিয়ে বিড়ম্বনা
শিহাব শাহীনের
নাটক
ওসিডি
মিজানুর রহমান আরিয়ানের
নাটক
হ্যালো শুনছেন
মাহমুদুর রহমান হিমির
নাটক
২১ বছর পরে
সাজ্জাদ সুমনের
নাটক
মন বাড়িয়ে ছুই
মাহমুদ দিদারের
নাটক
প্রিয় ডাকবাক্স
সকাল আহমেদের
নাটক
বদলে যাওয়া মানুষ
সাখাওয়াত মানিকের
নাটক
কে আমি
রাইসুল তমালের
নাটক
ভাংগনের পর
হাসান রেজাউলের
নাটক
Being Woman
হাসান রেজাউলের
নাটক
ঝগড়াটে
অভ্র মাহমুদের
নাটক
ভুল সময় কিংবা সময়ের ভুল
খায়রুল পাপনের
নাটক
কন্ট্রাক্ট ভাই
বি ইউ শুভর
নাটক
পান্তা ভাতে ঘী
মেহেদী হাসান জনির
নাটক
আদরে
শেখ নাজমুল হুদা ইমনের
নাটক
সোশ্যাল মিডিয়া সিনড্রোম
অলোক হাসানের
নাটক
ব্লেড লাইলী ঘুড়ি মাস্টার
অদিত্য জনির
সাত পর্বের ধারাবাহিক
দিপুর সংসার