রেকর্ডসংখ্যক সিনেমা পাচ্ছে সরকারি অনুদান
২০২০-২১ অর্থবছরে মোট ২০টি চলচ্চিত্র সরকারি অনুদান পেতে যাচ্ছে। ২০ টি চলচ্চিত্রকে মোট ১২ কোটি ২০ লাখ টাকা অনুদান দেয়া হচ্ছে। এর মধ্যে ১৬টি ছবি সাধারণ ক্যাটাগরির, দুটি মুক্তিযুদ্ধভিত্তিক এবং বাকি দুটি শিশুতোষ চলচ্চিত্র। এর আগে কখনোই এতোগুলো চলচ্চিত্রকে সরকারি অনুদান দেয়া হয়নি। সেইসঙ্গে বিগত বছরগুলোর তুলনায় এ বছর অনুদানের পরিমাণও অনেক বাড়ছে। মঙ্গলবার (১৫ জুন) অনুদান প্রাপ্তদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ তথ্য মন্ত্রণালয়।
অনুদান পাওয়া চলচ্চিত্রগুলো হচ্ছে- ‘চাঁদের অমাবস্যা’, ‘জয় বাংলা’, ‘জামদানী’, ‘দাওয়াল’, ‘মৃত্যুঞ্জয়ী’, ‘রইদ’, ‘পেন্সিলে আঁকা পরী’, ‘জলে জ্বলে’, ‘অসম্ভব’, ‘সাড়ে তিন হাত ভুমি’, ‘বলি’, ‘দেশান্তর’, ‘গলুই’, ‘জলরঙ’, ‘ক্ষমা নেই’, ‘মাইক’, ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’, ‘ভাঙন’, ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ ও ‘দেয়ালের দেশ’।
কোন ক্যাটাগরিতে কোন ছবি কত টাকা অনুদান পাচ্ছে-
চাঁদের অমাবস্যা: সাধারণ ক্যাটাগরির এই ছবি সর্বোচ্চ ৭০ লাখ টাকা সরকারি অনুদান পাচ্ছে। চাঁদের অমাবস্যা প্রযোজনা করবেন জাহিদুর রহমান অঞ্জন। পরিচালনাও তিনি করবেন।
জয় বাংলা: এই ছবিটিও রয়েছে সাধারণ ক্যাটাগরিতে। এটি অনুদান পাচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ ৬৫ লাখ টাকা। এটি প্রযোজনা করবেন মিটু শিকদার। পরিচালনা করবেন খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াত।
জামদানী: সাধারণ ক্যাটাগরির এই ছবিটিও ৬৫ লাখ টাকা অনুদান পাচ্ছে। এটির প্রযোজক মো. জানে আলম। পরিচালনা করবেন অনিরুদ্ধ রাসেল।
দাওয়াল: সাধারণ ক্যাটাগরির এই ছবিটিও অনুদান পাচ্ছে ৬৫ লাখ টাকা। এটির পরিচালক ও প্রযোজক রকিবুল হাসান চৌধুরী পিকলু।
মৃত্যুঞ্জয়ী: এ ছবির পরিচালক উজ্জ্বল কুমার মন্ডল। প্রযোজনা করবেন বদরুন নেসা খানম। সাধারণ ক্যাটাগরির এ ছবিটিও ৬৫ লাখ টাকা অনুদান পাচ্ছে।
রইদ: এ ছবিটির প্রযোজক দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ‘রইদ’ নির্মিত হবে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘সি তে সিনেমা’র ব্যানারে। পরিচালনা করবেন মেসবাউর রহমান সুমন। সাধারণ ক্যাটাগরির এই ছবিটি ৬০ লাখ টাকা অনুদান পাচ্ছে।
পেন্সিলে আঁকা পরী: সাধারণ ক্যাটাগরির এ ছবিটি যৌথভাবে প্রযোজনা করবেন মাহজাবিন রেজা চৌধুরী, আসাদুজ্জামান ও ‘আয়নাবাজি’ খ্যাত পরিচালক অমিতাভ রেজা। পরিচালনা করবেন অমিতাভ রেজা। ছবিটি ৬০ লাখ টাকা অনুদান পাচ্ছে।
জলে জ্বলে: সাধারণ ক্যাটাগরিতে থাকা এ ছবিটির পরিচালক ও প্রযোজক অরুণ চৌধুরী। ছবিটি ৬০ লাখ টাকা অনুদান পাচ্ছে।
অসম্ভব: এটির পরিচালক ও প্রযোজক এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা অরুণা বিশ্বাস। সাধারণ ক্যাটাগরির এ ছবি ৬০ লাখ টাকা অনুদান পাচ্ছে।
সাড়ে তিন হাত ভুমি: মুক্তিযুদ্ধভিক্তিক এ ছবিটি অনুদান পাচ্ছে ৬০ লাখ টাকা। এটির পরিচালক ও প্রযোজক নঈম ইমতিয়াজ নেয়ামূল।
বলি: সাধারণ ক্যাটাগরির এই ছবিটি ৬০ লাখ টাকা অনুদান পাচ্ছে। এটির প্রযোজক পিপলু আর খান। পরিচালনা করবেন ইকবাল হোসেন চৌধুরী।
দেশান্তর: এটিও সাধারণ ক্যাটাগরির চলচ্চিত্র। আশুতোষ সুজন পরিচালিত ও প্রযোজিত ‘দেশান্তর’ সরকারি অনুদান পাচ্ছে ৬০ লাখ টাকা।
গলুই: সাধারণ ক্যাটাগরির আরেক ছবি। এর প্রযোজক খোরশেদ আলম খসরু। পরিচালনা করবেন এস এ হক অলিক। ছবিটি অনুদান পাচ্ছে ৬০ লাখ টাকা।
জলরঙ: সাধারণ ক্যাটাগরির এ ছবি অনুদান পাচ্ছে ৬০ লাখ টাকা। এটি প্রযোজনা করবেন দেলোয়ার হোসেন দিলু। পরিচালনা করবেন অপূর্ব রানা।
ক্ষমা নেই: মুক্তিযুদ্ধভিক্তিক ক্রাটাগরির এই ছবি অনুদান পাবে ৬০ লাখ টাকা। এটির পরিচালক ও প্রযোজক জাহাঙ্গীর হোসেন মিন্টু (ইমি)।
মাইক: এই ছবিটি শিশুতোষ ক্যাটাগরিতে রয়েছে। এটি অনুদান পাচ্ছে ৬০ লাখ টাকা। এ ছবির প্রযোজক এফ এম শাহীন। হাসান জাফরুলের সঙ্গে ছবিটি তিনি পরিচালনাও করবেন।
নুলিয়াছড়ির সোনার পাহাড়: এই ছবিটিও শিশুতোষ ক্যাটাগরির। এর পরিচালক ও প্রযোজক লুবানা শারমিন। ছবিটি ৬০ লাখ টাকা অনুদান পাচ্ছে।
ভাঙন: সাধারণ ক্যাটাগরির এ ছবি অনুদান পাচ্ছে ৬০ লাখ টাকা। এর পরিচালক ও প্রযোজক মির্জা শাখাওয়াত হোসেন।
শ্রাবণ জ্যোৎস্নায়: এটিও সাধারণ ক্যাটাগরির সিনেমা। ছবিটি অনুদান পাচ্ছে ৬০ লাখ টাকা। এর প্রযোজক তামান্না সুলতানা। ছবিটি পরিচালনা করবেন আব্দুস সামাদ খোকন।
দেয়ালের দেশ: এই ছবির প্রযোজক মাহফুজুর রহমান। পরিচালনা করবেন ইব্রাহিম খলিল মিশু। সাধারণ ক্যাটাগরির এ ছবি অনুদান পাচ্ছে ৬০ লাখ টাকা।