শিরোনাম

South east bank ad

ঈদুল ফিতর উপলক্ষে চলচ্চিত্রের শিল্পীদের ঈদ উপহার ও নগদ অর্থ দেবে শিল্পী সমিতি

 প্রকাশ: ০৮ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   বিনোদন

ঈদুল ফিতর উপলক্ষে চলচ্চিত্রের শিল্পীদের ঈদ উপহার ও নগদ অর্থ দেবে শিল্পী সমিতি

অসচ্ছল শিল্পীরা ঈদ উদযাপন ভালোভাবে করতে পারেন সেজন্যে ঈদুল ফিতর উপলক্ষে চলচ্চিত্রের শিল্পীদের ঈদ উপহার ও নগদ অর্থ দেবে শিল্পী সমিতি। গত বছরও অসচ্ছল শিল্পীদের পাশাপাশি বাংলাদেশ চলচ্চিত্র সহকারী পরিচালক সমিতি (সিডাব), ক্যামেরাম্যান সমিতি, ড্রেসম্যান সমিতিতে আর্থিক সহায়তা দিয়েছিলো শিল্পী সমিতি।
পাশাপাশি অসচ্ছল শিল্পীদের নগদ অর্থ দেওয়া হবে বলে জানান শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। জায়েদ খান বলেন, ‘সম্মানিত শিল্পীদের বাসায় ঈদ উপহার পৌছে দিচ্ছি। শিল্পীদের সম্মান এবং শুভেচ্ছা জানাতে এই উপহার। গত বছর করোনার শুরু থেকে অসচ্ছল শিল্পীদের পাশে থেকেছি। এবার যাতে অসচ্ছল শিল্পীরা ঈদ উদযাপন ভালোভাবে করতে পারেন, সেজন্য আমরা তাদের নগদ অর্থ দিচ্ছি।’

BBS cable ad

বিনোদন এর আরও খবর: