শিরোনাম

South east bank ad

ফের সরকারের কাছে অনুদান চেয়েছে এফডিসি

 প্রকাশ: ০২ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   বিনোদন

ফের সরকারের কাছে অনুদান চেয়েছে এফডিসি

করোনা সংকটের কারণে আয়ের পথ বন্ধ থাকায় ২৬১ কর্মকর্তা-কর্মচারীর বেতনভাতাসহ আনুষাঙ্গিক ব্যয় মেটাতে ১২ কোটি টাকা ও অবসরে যাওয়া ৭২ কর্মীর আনুতোষিক (গ্রাচুইটি) ও ছুটির নগদায়ন বাবদ পাওনা মেটাতে ১০ কোটি টাকা চেয়ে আবেদন করেছে বাংলাদেশে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।

এপ্রিলের শুরুর দিকে মোট ২২ কোটি টাকার অনুদান চেয়ে আবেদনটি তথ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এফডিসির এক কর্মকর্তা। তিনি বলেন, ‘এফডিসির আর্থিক সঙ্কটের কারণে নিজস্ব অর্থায়নে বেতন পরিশোধ করতে না পারায় সরকারের কাছে এই অর্থ চাওয়া হয়েছে।’

আবেদনটি পাওয়ার কথা জানিয়ে তথ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব (বাজেট-১) মনিরুল ইসলাম বলেন, ‘লকডাউনের কারণে আবেদনটি এখনো মন্ত্রণালয়ের অনুমোদন পায়নি। অনুমোদন পেলেই আমরা তা অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়ে দেব।’

২০২০ সালের মে মাসে ১৮ কোটি টাকা চেয়ে আবেদন করেছিলেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের শুরুর দিকে ৭ কোটি টাকা দেওয়া হয়েছিল। ২০১৯ সালের মে মাসে ৬ কোটি ৩০ লাখ টাকা ‘অনুদান’ পেয়েছে এফডিসি।

জানা যায়, বেতন না পাওয়ায় নিরাপত্তাকর্মী, ক্লিনারসহ এফডিসির তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা আর্থিক সঙ্কটে দিন কাটাচ্ছেন। এর আগেও নিজস্ব আয় কম হওয়ায় মাঝে মাঝে সরকারের কাছ থেকে অনুদান নিয়ে বেতন পরিশোধ করেছে এফডিসি কর্তৃপক্ষ।

BBS cable ad

বিনোদন এর আরও খবর: