নারীদের মর্যাদাপূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে হবে, রোকেয়া দিবসে জেলা প্রশাসক অতুল সরকার
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেছেন, নারী জাগরনের অগ্রদূত বেগম রোকেয়া আমাদের নারীদের অন্ধকার থেকে আলোতে আসার পথ দেখিয়েছেন। সেই আলোর পথে নারীদের এগিয়ে যেতে হবে। নারীদেরকে মর্যাদাপূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে হবে। তিনি বলেন, স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, বাংলাদেশের স্রষ্টা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নারীদের আত্মনির্ভরশীলতার দিকে ধাবিত করার জন্য কাজ শুরু করেন। প্রাতিষ্ঠানিকভাবে এদেশে নারীদের উন্নত চিন্তা ও মননে গড়ে তোলার লক্ষে প্রক্রিয়া শুরু করেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয়িতাদের আলোর পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীকে এ কাজে আমাদের সর্বাত্নক সহায়তা করতে হবে।
কমলা রঙ্গের বিশ্বে নারী, বাধার পথে দিবেই পাড়ি প্রদিপাদ্যকে সামনে রেখে ফরিদপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৯ ডিসেম্বর ২০২০ বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক কার্যলয়ের উপ- পরিচালক মাশউদা হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোশার্রফ আলী, সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ প্রফেসর শীলা রানী মন্ডল, রাসিন এর নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রেজভী জামান, এনজিও ব্যক্তিত্ব এফডিএর নির্বাহী পরিচালক মোঃ আজাহারুল ইসলাম, ব্লাষ্ট এর সমন্বয়কারী শিপ্রা গোস্বামী প্রমুখ।
অনুষ্ঠানে জয়িতাদের হাতে ফুল, ক্রেস্ট, সার্টিফিকেট ও সম্মাননা তুলে দেন জেলা প্রশাসক অতুল সরকারসহ অতিথিবৃন্দ। এ সময় অনুভূতি ব্যক্ত করেন জয়িতা সোনিয়া সুলতানা (অর্থনীতিতে সাফল্য), রেুনু রানী সাহা (শিক্ষায় সাফল্য), আলেয়া বেগম (সফল জননী নারী), স্বরসতী রানী বিশ্বাস (নতুন উদ্যমে জেগে উঠা নারী) চঞ্চলা মন্ডল (সমাজ উন্নয়ন)।