নারায়ণগঞ্জে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নারায়ণগঞ্জে গতকাল মঙ্গলবার ১৫ জুন ২০২১ইং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব ১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব ১৭) -এর উদ্বোধন করা হয়।
এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, "শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপকারিতা ছাড়াও খেলাধুলা আত্মসম্মান, আত্মবিশ্বাস ও আত্মপ্রত্যয়ের বোধ গড়ে তোলে।
আত্মপ্রত্যয়ী আমাদের নারায়ণগঞ্জের এসব ছেলে মেয়েরা পরিশ্রম আর উন্নত ট্রেনিংয়ের মাধ্যমে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করবে।"
h