জয়পুরহাটে কর্মহীন হয়ে পড়া অসচ্ছল সংস্কৃতিসেবীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠান
জয়পুরহাট জেলা প্রশাসনের উদ্যোগে কোভিড-১৯ ভাইরাস সংক্রমণজনিত কারণে জয়পুরহাট জেলায় সাময়িকভাবে কর্মহীন হয়ে পড়া অসচ্ছল সংস্কৃতিসেবীদের অনুকূলে পাওয়া এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০২০-২১ অর্থবছরে জয়পুরহাট জেলার ৭৪ জন অসচ্ছল সংস্কৃতিসেবীদের মাসিক কল্যাণ ভাতা বাবদ সর্বমোট ১০ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা গতকাল শুক্রবার ০৪ জুন ২০২১ইং তারিখে বিতরণ করা হয়।এতে জয়পুরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: শরীফুল ইসলামসহ সংস্কৃতি অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন।