শিরোনাম

South east bank ad

চট্টগ্রামে ৩০৪ বীর মুক্তিযোদ্ধা পেলেন প্রধানমন্ত্রীর উপহার

 প্রকাশ: ১০ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

চট্টগ্রামে ৩০৪ বীর মুক্তিযোদ্ধা পেলেন প্রধানমন্ত্রীর উপহার

লকডাউন চলাকালীন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিটের অধীন ১৪ উপজেলার ৩০৪ জন বীর মুক্তিযোদ্ধাকে প্রধানমন্ত্রী প্রদত্ত ঈদ উপহার দেওয়া হয়েছে। উপহার সামগ্রীর মধ্যে ছিল- ১টি লুঙ্গি, ২০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ ও ১ লিটার সয়াবিন তেল। আজ সোমবার (১০ মে) বিকেলে নগরের রউফাবাদের নতুন মুক্তিযোদ্ধা ভবনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব উপহার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টাফ অফিসার টু ডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত কমান্ডার একেএম সরোয়ার কামাল দুলু, সহকারী কমান্ডার আহমেদ হোসেন, নাছির উদ্দিন, বদিউজ্জামান, বোরহান উদ্দিন, সাংস্কৃতিক কমান্ডের আহ্বায়ক আবদুস সালাম সওদাগর, সাতকানিয়া কমান্ডার আবু তাহের, রাঙ্গুনিয়া কমান্ডার খায়রুল বশর, হাটহাজারী কমান্ডার নুরুল আলম, এমএ ফাউন্ডেশনের সভাপতি নাইমর আশরাফ অভি প্রমুখ।

জেলা প্রশাসক বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সম্পদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে জীবনবাজি রেখে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন বলেই আমরা ‘বাংলাদেশ’ নামক একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। আজ তাঁরই সুযোগ্য কন্যা মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড পরিস্থিতিতেও বীর মুক্তিযোদ্ধাদের সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন। তাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত উপহার সামগ্রী দেওয়া হচ্ছে। কোনো বীর মুক্তিযোদ্ধা সমস্যায় আছেন কি না, তা নজরদারি করার জন্য তিনি আমাদের নির্দেশ দিয়েছেন। সমাজের অবহেলিত ও কর্মহীন অসচ্ছল মানুষকে সরকারি সহায়তার আওতায় আনা হয়েছে।

লকডাউনে একেবারে কর্মহীন হয়ে পড়া মানুষের সহায়তায় সরকারের পাশাপাশি সমাজের ধনাঢ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: