নাটোরে ২৬০ জন ঈমাম-মুয়াজ্জিন -খাদেমকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নাটোর পৌর এলাকার ২৬০ জন ঈমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য নাটোর-২ আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল, সংসদ সদস্য (সংরক্ষিত) রত্না আহম্মেদ, নাটোর জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ পিএএ, মেয়র নাটোর পৌরসভা উমা চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), উপজেলা চেয়ারম্যান, উপজেলা নিবার্হী অফিসার, ডিডি ইসলামি ফাউন্ডেশন নাটোরসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।